Home খবর দেশ বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে যোগ দিচ্ছেন মমতা, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়!

বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে যোগ দিচ্ছেন মমতা, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়!

0

২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি যৌথ কৌশল তৈরি করতে ফের বৈঠকে বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব। পটনার পর আগামী ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধীদের দ্বিতীয় বৈঠক। সেখানে হাজির হওয়ার কথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

ঐক্যবদ্ধ লড়াইয়ের শপথ পটনা বৈঠকে

গত মাসে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পটনার বাড়িতে ১৭টি বিরোধী দলের বৈঠক হয়। সাংবাদিক বৈঠক থেকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, “খুব ভালো মিটিং হয়েছে। অনেক দিন পর লালুজি রাজনৈতিক মিটিং করলেন। আমরা একসঙ্গে লড়ছি। আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়ছি। আমরাও দেশপ্রেমী”।

বৈঠকের আয়োজক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, “রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, শরদ পওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, মেহবুবা মুফতি, উদ্ধব ঠাকরে, ওমর আবদুল্লা, সীতারাম ইয়েচুরি, দীপঙ্কর ভট্টাচার্যের উপস্থিতিতে খুব ভালো মিটিং হয়েছে। একসঙ্গে চলার সম্মতি হয়েছে। আগামী মিটিং কিছু দিন পরেই হবে। একসঙ্গে ভোট লড়ার সহমত হয়েছেন সবাই”।

এ বারও মমতার সঙ্গী অভিষেক

গত ২৩ জুন পটনার বৈঠকে মমতার সঙ্গী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এ বারের বৈঠকেও তার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ, ফের মমতার সঙ্গী হচ্ছেন অভিষেক। এমনিতে পায়ে চোট রয়েছে মুখ্যমন্ত্রী মমতার। রাজনৈতিক মহলের মতে, সবসময় পাশে থাকার জন্যই মমতার সঙ্গে যাচ্ছেন অভিষেক।

অন্য একটি অংশের মতে, রাজ্যের পঞ্চায়েত ভোটে দলের বিপুল সাফল্যের পর অভিষেককে সর্বভারতীয় স্তরে আরও বেশি করে তুলে ধরতে চান মমতা। পঞ্চায়েত ভোটে অভিষেকের ভূমিকার রেশ ধরে অন্য দলগুলিকেও বিশেষ বার্তা দিতে পারেন দলনেত্রী।

বাড়তে পারে সমর্থন

বিরোধী দলগুলির বেঙ্গালুরুর বৈঠক উল্লেখযোগ্য হতে চলেছে। এ বারের বৈঠকে শক্তিবৃদ্ধি হতে পারে বিরোধী জোটের। পটনার বৈঠকে ১৭টি বিরোধী দল যোগ দিয়েছিল। এ বার আরও ৮ নতুন দলে জোটে যোগ দিতে চলেছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: পঞ্চায়েতে বিপুল জয়ের পর ২১ জুলাইয়ের খুঁটিপুজো, এ বার ২০২৪-এর প্রস্তুতি তৃণমূলের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version