তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিজেপি এবং কংগ্রেস উভয়কেই সংসদের কার্যক্রম বারবার বিঘ্নিত করার জন্য দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, এই দুই বৃহৎ রাজনৈতিক দল ছোটো দলগুলিকে উপেক্ষা করছে এবং গণতান্ত্রিক আলোচনার পরিবেশ নষ্ট করছে।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা সঠিক নয়। সংসদীয় গণতন্ত্র কেবল কংগ্রেস এবং বিজেপির উপর নির্ভর করে না।”
তিনি আরও বলেন, “বিজেপি এবং কংগ্রেসের কারণে সংসদের অধিবেশন মুলতবি করা হচ্ছে। সংসদ শুধুমাত্র তখনই চলবে যখন বিজেপি এবং কংগ্রেস তা চাইবে। এটা গ্রহণযোগ্য নয়।”
কল্যাণ অভিযোগ করেন, ছোট দলগুলির কথা বলার সুযোগ পাচ্ছে না। তিনি বলেন, “একদিন কংগ্রেস চাইছে অধিবেশন চলুক, বিজেপি বিরোধিতা করছে। আরেকদিন বিজেপি অধিবেশন চালাতে চাইছে, কংগ্রেস বাধা দিচ্ছে। অন্য দলগুলির কথা বলার জায়গাই নেই”।
তিনি আরও সমালোচনা করে বলেন যে, “বিজেপি এবং কংগ্রেস বিশেষ সুবিধা পাচ্ছে। আমরা রাজ্যের পরিস্থিতি তুলে ধরতে পারি না। এটা মোটেই প্রশংসনীয় নয়।”
এক সাংবাদিক যখন উল্লেখ করেন যে কংগ্রেস ‘ইন্ডিয়া’ জোটের অংশ, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন, “না না, এটা আপনার এজেন্ডা, আমার নয়। আমি স্পিকারকে বলব বিষয়টি দেখতে। এই সংসদে শুধু বিজেপি এবং কংগ্রেস নয়, অন্যরাও আছে।”
তৃণমূল সাংসদের এই বক্তব্য ছোটো দলগুলির অবস্থান এবং সংসদীয় গণতন্ত্রে তাঁদের অধিকারের দাবি আরও জোরালো করছে। ছোটো দলগুলির অভিযোগ, সংসদীয় কার্যক্রমে তাঁদের ভূমিকা গুরুত্ব পায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সংসদীয় আচরণ ও সহযোগিতার সংস্কৃতি নিয়ে নতুন করে আলোচনার সূচনা করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।