Home খবর দেশ ডিজিটাল পরিকাঠামোর মান যাচাইয়ের উদ্যোগ ট্রাইয়ের, আবাসনের জন্য আসছে নতুন নির্দেশিকা

ডিজিটাল পরিকাঠামোর মান যাচাইয়ের উদ্যোগ ট্রাইয়ের, আবাসনের জন্য আসছে নতুন নির্দেশিকা

ডিজিটাল পরিকাঠামোর মান যাচাইয়ের উদ্যোগ ট্রাইয়ের

আধুনিক জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে ইন্টারনেট পরিষেবা। বাজারহাট থেকে বিল জমা, অফিসের কাজ থেকে বিনোদন—প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল সংযোগ এখন অনিবার্য। এই পরিস্থিতিতে শহর ও শহরতলির আবাসনগুলির ডিজিটাল পরিকাঠামো ঠিক কতটা মানসম্পন্ন, তা যাচাইয়ের উদ্যোগ নিল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI)।

এই উদ্দেশ্যে ট্রাই প্রকাশ করেছে একটি প্রাথমিক পরামর্শপত্র— Rating of Properties for Digital Connectivity Regulation, 2024। সেখানে বলা হয়েছে, কোনও আবাসনের ইন্টারনেট, ফোন পরিষেবা কতটা কার্যকরী, তা জানাতে পারবেন আবাসনের বাসিন্দারাই। এর ভিত্তিতেই সংশ্লিষ্ট আবাসনের ডিজিটাল অবকাঠামোকে দেওয়া হবে নির্দিষ্ট রেটিং।

এই নতুন নিয়ম কার্যকর হলে আবাসন নির্মাণকারী সংস্থাগুলিকে ডিজিটাল পরিকাঠামো তৈরির সময় ট্রাইয়ের নির্ধারিত গাইডলাইন মেনে চলতে হবে। একই সঙ্গে যদি বাসিন্দারা পরিষেবায় অসন্তুষ্ট হন, তবে তাঁদের মতামত অনুযায়ী আবাসনগুলিকে সেই পরিকাঠামো উন্নত করতে হতে পারে।

ট্রাইয়ের যুক্তি, গ্রাহকেরা টেলিকম পরিষেবার জন্য অর্থ ব্যয় করেন, তাই তাঁদের মানসম্পন্ন পরিষেবা পাওয়ার অধিকার রয়েছে। নির্মাণ পর্যায়েই যদি ফাইবার অপটিক লাইন, মোবাইল সিগনাল রিসেপ্টর ইত্যাদি উপযুক্তভাবে বসানো হয়, তা হলে ভবিষ্যতে কোনও বাধা ছাড়াই ৪জি, ৫জি এবং পরবর্তী ৬জি পরিষেবাও মিলবে।

এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে টেলিকম সংস্থাগুলিও। তারা জানিয়েছে, পরিকাঠামো উন্নয়নে তারা বিপুল পরিমাণে বিনিয়োগ করে থাকে। সেই বিনিয়োগের সদ্ব্যবহার নিশ্চিত করতে আবাসনগুলির উপযুক্ত পরিকাঠামো থাকা জরুরি।

ট্রাই আরও জানিয়েছে, যে সব আবাসনের রেটিং ভালো হবে, সেগুলিতে ক্রেতাদের আকর্ষণও বাড়বে। ফলে এই উদ্যোগে উপকৃত হবে আবাসন শিল্পও।

তথ্য অনুযায়ী, বাড়িতে বসেই দেশের অধিকাংশ মানুষ ইন্টারনেট ডেটা ব্যবহার করেন। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই রেটিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে ট্রাই।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version