Homeখবরদেশডিজিটাল পরিকাঠামোর মান যাচাইয়ের উদ্যোগ ট্রাইয়ের, আবাসনের জন্য আসছে নতুন নির্দেশিকা

ডিজিটাল পরিকাঠামোর মান যাচাইয়ের উদ্যোগ ট্রাইয়ের, আবাসনের জন্য আসছে নতুন নির্দেশিকা

প্রকাশিত

আধুনিক জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে ইন্টারনেট পরিষেবা। বাজারহাট থেকে বিল জমা, অফিসের কাজ থেকে বিনোদন—প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল সংযোগ এখন অনিবার্য। এই পরিস্থিতিতে শহর ও শহরতলির আবাসনগুলির ডিজিটাল পরিকাঠামো ঠিক কতটা মানসম্পন্ন, তা যাচাইয়ের উদ্যোগ নিল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI)।

এই উদ্দেশ্যে ট্রাই প্রকাশ করেছে একটি প্রাথমিক পরামর্শপত্র— Rating of Properties for Digital Connectivity Regulation, 2024। সেখানে বলা হয়েছে, কোনও আবাসনের ইন্টারনেট, ফোন পরিষেবা কতটা কার্যকরী, তা জানাতে পারবেন আবাসনের বাসিন্দারাই। এর ভিত্তিতেই সংশ্লিষ্ট আবাসনের ডিজিটাল অবকাঠামোকে দেওয়া হবে নির্দিষ্ট রেটিং।

এই নতুন নিয়ম কার্যকর হলে আবাসন নির্মাণকারী সংস্থাগুলিকে ডিজিটাল পরিকাঠামো তৈরির সময় ট্রাইয়ের নির্ধারিত গাইডলাইন মেনে চলতে হবে। একই সঙ্গে যদি বাসিন্দারা পরিষেবায় অসন্তুষ্ট হন, তবে তাঁদের মতামত অনুযায়ী আবাসনগুলিকে সেই পরিকাঠামো উন্নত করতে হতে পারে।

ট্রাইয়ের যুক্তি, গ্রাহকেরা টেলিকম পরিষেবার জন্য অর্থ ব্যয় করেন, তাই তাঁদের মানসম্পন্ন পরিষেবা পাওয়ার অধিকার রয়েছে। নির্মাণ পর্যায়েই যদি ফাইবার অপটিক লাইন, মোবাইল সিগনাল রিসেপ্টর ইত্যাদি উপযুক্তভাবে বসানো হয়, তা হলে ভবিষ্যতে কোনও বাধা ছাড়াই ৪জি, ৫জি এবং পরবর্তী ৬জি পরিষেবাও মিলবে।

এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে টেলিকম সংস্থাগুলিও। তারা জানিয়েছে, পরিকাঠামো উন্নয়নে তারা বিপুল পরিমাণে বিনিয়োগ করে থাকে। সেই বিনিয়োগের সদ্ব্যবহার নিশ্চিত করতে আবাসনগুলির উপযুক্ত পরিকাঠামো থাকা জরুরি।

ট্রাই আরও জানিয়েছে, যে সব আবাসনের রেটিং ভালো হবে, সেগুলিতে ক্রেতাদের আকর্ষণও বাড়বে। ফলে এই উদ্যোগে উপকৃত হবে আবাসন শিল্পও।

তথ্য অনুযায়ী, বাড়িতে বসেই দেশের অধিকাংশ মানুষ ইন্টারনেট ডেটা ব্যবহার করেন। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই রেটিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে ট্রাই।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।