Home খবর দেশ জঙ্গি হামলায় কাশ্মীরে ৭ জনের মৃত্যু, হামলার দায় স্বীকার করল পাকিস্তানের লস্কর-ই-তৈবার...

জঙ্গি হামলায় কাশ্মীরে ৭ জনের মৃত্যু, হামলার দায় স্বীকার করল পাকিস্তানের লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন

0

জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলায় রবিবার রাতে জঙ্গি হামলায় নিহত হয়েছেন এক চিকিৎসক সহ ছয়জন পরিযায়ী শ্রমিক। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)। সূত্রের মতে, টিআরএফ প্রধান শেখ সাজ্জাদ গুল এই হামলার পরিকল্পনা করেছিলেন এবং তাঁর নির্দেশে এই হামলা চালানো হয়। উল্লেখযোগ্য ভাবে, এই প্রথম কাশ্মীরি এবং অ-কাশ্মীরিদের একসঙ্গে টার্গেট করা হল।

গোয়েন্দা সূত্রে খবর, বিগত দেড় বছরে কাশ্মীরে সক্রিয় ভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে আসছে টিআরএফ। কাশ্মীরি পণ্ডিত, শিখ ও অ-স্থানীয়দের উপর আক্রমণ করেছে তারা। এই হামলার আগে গান্দেরবালের সোনমার্গ এলাকার একটি নির্মাণ সাইটে গত এক মাস ধরে রেকি চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। অনুমান করা হচ্ছে, দুই থেকে তিনজন সন্ত্রাসবাদী এই হত্যাকাণ্ডে যুক্ত ছিল।

এই হামলায় নিহতদের মধ্যে ছিলেন ডাক্তার শানওয়াজ, যিনি গান্দেরবালের জেড-মোর টানেল প্রকল্পে কাজ করছিলেন। এছাড়াও, প্রকল্পের কাজে নিযুক্ত ছয়জন পরিযায়ী শ্রমিককে হত্যা করা হয়েছে। এই হামলায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে, চার সদস্যের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) দল এই ঘটনার তদন্তে সোমবার গান্দেরবাল যাচ্ছে। এই ঘটনার তদন্তভার তাদের হাতেই দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

সরকারি সূত্র জানাচ্ছে, নির্মাণ কাজ শেষ করে শ্রমিকরা তাঁদের ক্যাম্পে ফিরে আসার পর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও হামলার পর জঙ্গিরা পালিয়ে যায়।

ঘটনার পর পরই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলাকে “কাপুরুষোচিত ও নিন্দনীয়” বলে অভিহিত করেছেন। তিনি এক্স-এ পোস্ট করে বলেন, “গাগাঙ্গির হামলায় আহত শ্রমিকদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। গুরুতর আহতদের শ্রীনগরের এসকেআইএমএস-এ পাঠানো হচ্ছে।”

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে একটি নির্মাণস্থলে জঙ্গি হামলা, ১ জন ডাক্তার-সহ ৫ জন শ্রমিক নিহত

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version