Home খবর দেশ আজ ৩ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল

আজ ৩ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল

0

বৃহস্পতিবার তিন রাজ্য- ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। তিনটি রাজ্যের বিধানসভাতেই ৬০টি করে আসন রয়েছে। নাগাল্যান্ডে আকুলুটো কেন্দ্রের বিজেপি প্রার্থী কাজ়হেটো কিনিমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হয়েছেন, ফলে ভোট গ্রহণ হয়েছে ৫৯টি আসনে। অন্য দিকে, মেঘালয়ের এক প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন হয়নি।

বিজেপি, কংগ্রেস ও বাম দল-সহ বিভিন্ন আঞ্চলিক দলের লড়াই। পশ্চিমবঙ্গের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসও রয়েছে এই লড়াইয়ে। এখানে যে কোনো শিবিরের জয়-পরাজয়ের বার্তা চলে যাবে জাতীয় পর্যায়ে।

ত্রিপুরার ফলাফল নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে। ২০১৮-র ভোটে বামফ্রন্টকে হটিয়ে সরকার গঠন করেছিল বিজেপি। এ বার গেরুয়া শিবির ক্ষমতা ধরে রাখতে পারে কি না, সেটাই দেখার। গতবার, ত্রিপুরায় আদিবাসী ভোটের সমর্থনে, বিজেপি এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) বাম দলগুলিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। কিন্তু এ বার ত্রিপুরা রাজপরিবারের সদস্য প্রদ্যোত দেববর্মা তিপ্রা মথা নামে নতুন দল গঠন করেছেন। যা বিজেপির জয়ের পথে বাধা তৈরি করতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।

মেঘালয় এবং নাগাল্যান্ডেও বিজেপি সরকারের শরিক ছিল। এ বার এই দুই রাজ্যে আগামী ৫ বছরের জন্য কোন দল ক্ষমতায় আসে, তাই-ই এখন দেখার।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি দুই রাজ্যে ২৭ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হয়। বুথ ফেরত সমীক্ষাগুলির মতে, ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিজেপি অথবা এনডিএ সরকার গঠন হতে পারে। তবে মেঘালয় সম্পর্কিত পরিসংখ্যান স্পষ্ট নয়। সেখানে একটি ত্রিশঙ্কু পরিস্থিতি হতে পারে বলে ধারণা উঠে এসেছে বুথ ফেরত সমীক্ষায়।

ফলাফলের আপডেট পেতে দেখুন: খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version