Homeখবরদেশউন্নাও ধর্ষণ কাণ্ড: দিল্লি হাই কোর্টের দেওয়া কুলদীপ সিংহ সেঙ্গারের জামিন স্থগিত...

উন্নাও ধর্ষণ কাণ্ড: দিল্লি হাই কোর্টের দেওয়া কুলদীপ সিংহ সেঙ্গারের জামিন স্থগিত করল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

উত্তরপ্রদেশের উন্নাও ধর্ষণ মামলার দোষী সাব্যস্ত এবং বিজেপি থেকে বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার-এর জামিন মঞ্জুর সংক্রান্ত দিল্লি হাই কোর্টের নির্দেশকে সুপ্রিম কোর্ট স্থগিত করেছে। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত-এর বেঞ্চে এই মামলা শুনানির পর এমন নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আপাতত কুলদীপ সিঙ্গ সেঙ্গার জেল থেকে মুক্তিপাওয়া সম্ভব হবে না।

সোমবারের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “একজন ব্যক্তি যিনি দোষী সাব্যস্ত, এবং অতিরিক্ত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন—এই বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা দিল্লি হাই কোর্টের ২৩ ডিসেম্বরের জামিন আদেশে স্থগিতাদেশ দিচ্ছি।” যদিও এই স্থগিতাদেশ সাময়িক, আগামী জানুয়ারি মাসে পরবর্তী শুনানি হবে বলে জানান আদালত।

সুপ্রিম কোর্টের রায়ের পরই উন্নাও ধর্ষণের নির্যাতিতার আইনজীবী মন্তব্য করেছেন, “আদালত স্পষ্টভাবে জানিয়েছে, কোনও অবস্থাতেই অভিযুক্তকে ছাড়া দেওয়া হবে না।”

ঘটনার পটভূমি

২০১৭ সালে উত্তরপ্রদেশের উন্নাও জেলায় যখন ধর্ষণের অভিযোগ ওঠে, তখন নির্যাতিতা ছিলেন নাবালিকা। বাঙ্গেরমউ কেন্দ্র থেকে চারবারের বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার ও তাঁর সহযোগী শশী-এর বিরুদ্ধে ওই নির্যাতিতা অভিযোগ করেন। মামলায় ২০১৮ সালের ১৩ এপ্রিল কুলদীপকে গ্রেফতার করা হয় এবং কিছুদিনের মধ্যেই বিজেপি তাঁকে দল থেকে বহিষ্কার করে।

পুলিশের চার্জশিটে পোকসো আইনের ১২০বি (ষড়যন্ত্র), ৩৬৩ (অপহরণ), ৩৬৬ (অপহরণ ও বিয়ে বাধ্যকরণ) ও ৩৭৬ (ধর্ষণ) সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়। সেই মামলায় আদালত কুলদীপ সিংহ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

দিল্লি হাই কোর্টের জামিন

এই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কুলদীপ দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে গত মঙ্গলবার তাকে ১৫ লাখ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয় ও সাজা মকুব করা হয়েছিল। এছাড়া তাকে উন্নাওয়ের নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটারের ভেতরে প্রবেশ নিষেধ, এবং নির্যাতিতার পরিবারকে হুমকি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে এই হাই কোর্টের জামিন আদেশের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আপত্তি জানায়। সিবিআইয়ের আবেদন বিবেচনায় নিয়েই সোমবার সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ ঘোষণা করেন।

বর্তমান পরিস্থিতি

দিল্লি হাই কোর্টের জামিন মঞ্জুরের পরেও কুলদীপ সিঙ্গ সেঙ্গার জেলমুক্ত হননি। ধর্ষণের মামলা থেকে জামিন পেলেও তিনি এখনও নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনার সাজা ভোগ করছেন। এই নির্দেশের বিরুদ্ধে তিনি আবার দিল্লি হাই কোর্টে আবেদন করেন, যা এখনও বিচারাধীন।সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে কুলদীপকে আপাতত জামিন দেওয়া হবে না, এবং পরবর্তী শুনানি ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।