Home খবর দেশ ইউটিএস অ্যাপ: সহজেই বুক করুন ট্রেনের টিকিট, জেনে নিন ব্যবহার বিধি

ইউটিএস অ্যাপ: সহজেই বুক করুন ট্রেনের টিকিট, জেনে নিন ব্যবহার বিধি

0

হঠাৎ ট্রেনে যাত্রা করতে হলে স্টেশনে লম্বা লাইনে দাঁড়ানো খুবই কষ্টকর, বিশেষ করে ভিড় থাকলে। তবে ভারতীয় রেলের UTS (Unreserved Ticketing System) মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনি সহজেই ট্রেনের টিকিট বুক করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে আনরিজার্ভড টিকিট, প্ল্যাটফর্ম টিকিট এবং সিজন টিকিট বুক করা যায়।

এই অ্যাপ বিশেষভাবে উপকারী প্রতিদিন ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য অথবা যাঁদের হঠাৎ কোথাও যেতে হয়। অ্যাপটি ব্যবহারের জন্য প্রথমে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর টিকিট বুক করা, টিকিটের অবস্থান চেক করা এবং ট্রেনের সময়সূচি জানা সম্ভব। প্রয়োজনে টিকিট বাতিলও করা যায়।

UTS অ্যাপ কী এবং এটি কীভাবে কাজ করে?

২০১৪ সালে UTS অ্যাপটি চালু করে ভারতীয় রেলের CRIS (Centre for Railway Information Systems)। এই অ্যাপের মাধ্যমে আনরিজার্ভড টিকিট জেনারেট ও বাতিল করা, সিজন টিকিট বুক বা রিনিউ করা এবং প্ল্যাটফর্ম টিকিট কেনা যায়। এটি বিশেষত তাঁদের জন্য উপকারী, যাঁরা প্রায়ই ট্রেনে যাতায়াত করেন। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করা যায়।

UTS অ্যাপে কত ধরনের টিকিট বুক করা যায়?

এই অ্যাপে ৫ ধরনের ট্রেনের টিকিট বুকিং সুবিধা রয়েছে:

১. নরমাল টিকিট বুকিং
২. কুইক টিকিট বুকিং
৩. প্ল্যাটফর্ম টিকিট বুকিং
৪. সিজন টিকিট বুকিং / নবীকরণ
৫. QR কোড বুকিং

UTS অ্যাপে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া

১. Google Play Store বা Apple App Store থেকে UTS মোবাইল অ্যাপ সার্চ করে ডাউনলোড করুন।
২. মোবাইল নম্বর, নাম, লিঙ্গ ও জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৩. একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন।
৪. UTS অ্যাপের শর্তাবলী গ্রহণ করুন।
৫. রেজিস্টার বোতামে ক্লিক করুন।
৬. টিকিট বুক করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

UTS অ্যাপে ট্রেনের টিকিট বুক করার ধাপ

১. Paperless বা Paper Ticket অপশন সিলেক্ট করুন।
২. যাত্রা শুরুর ও গন্তব্য স্টেশন নির্বাচন করুন।
৩. Next ক্লিক করে ভাড়া চেক করুন।
৪. “Book Ticket” বোতামে ক্লিক করে পেমেন্ট করুন।
৫. R-wallet, UPI, Net Banking বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে।
৬. Show Ticket অপশন থেকে টিকিট দেখা যাবে।
৭. প্রিন্টেড টিকিট প্রয়োজন হলে রেলওয়ে কাউন্টার থেকে Booking ID ব্যবহার করে সংগ্রহ করা যাবে।

UTS অ্যাপে R-wallet কীভাবে রিচার্জ করবেন?

১. UTS অ্যাপে R-wallet আইকনে ক্লিক করুন।
২. Recharge Wallet অপশন সিলেক্ট করুন।
৩. নির্দিষ্ট পরিমাণ টাকা লিখুন।
৪. UPI, Net Banking, Credit/Debit Card-এর মাধ্যমে পেমেন্ট করুন।
৫. টাকা যোগ হয়ে গেলে R-wallet ব্যবহার করা যাবে।
৬. R-wallet রিচার্জের উপর ৩% বোনাস দেওয়া হয়।

UTS অ্যাপ ব্যবহারের জরুরি তথ্য

  • বুকিংয়ের ৩ ঘণ্টা পর ট্রেনে চড়তে পারবেন।
  • প্ল্যাটফর্ম টিকিট বুক করতে হলে স্টেশন থেকে ২ কিমি বা রেললাইনের ১৫ মিটারের মধ্যে থাকতে হবে।
  • সিজন টিকিট ৩, ৬ বা ১২ মাসের জন্য কেনা যায়।

এই অ্যাপের মাধ্যমে যাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়েছে। এখনই ডাউনলোড করে ট্রেন টিকিট বুক করতে পারেন সহজেই!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version