আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)-য় বৃদ্ধদের জন্য নতুন স্বাস্থ্য প্যাকেজ যোগ করার প্রয়োজনীয়তা নিয়ে ভাবছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ৭০ বছর বা তার বেশি বয়সি সকলের জন্য স্বাস্থ্য কভারেজ বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্র। এই নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৬ কোটি মানুষের সুবিধা হবে এবং এটি চলতি অক্টোবর মাসের শেষের দিকে চালু হবে বলে জানা গিয়েছে।
একটি সরকারি সূত্র জানিয়েছে, “যে কমিটি এই প্রকল্পের স্বাস্থ্য-সুবিধা প্যাকেজ নির্ধারণ করে, তারা বৃদ্ধদের জন্য বিশেষ প্যাকেজ যোগ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছে।”
বর্তমানে, এই প্রকল্পে ২,০০০টিরও বেশি চিকিৎসা পদ্ধতি এবং ২৭টি বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক কভারেজ রয়েছে। যেমন সাধারণ চিকিৎসা, সার্জারি, ক্যান্সার চিকিৎসা এবং হৃদরোগ। হাসপাতালগুলোতে চিকিৎসা, ওষুধ (হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ১৫ দিনের ওষুধ), পরীক্ষামূলক পরীক্ষা (ভর্তি হওয়ার তিন দিন আগে) এবং খাবার ও থাকার ব্যবস্থা বিনামূল্যে দেওয়া হয়। এই প্রকল্পে আলঝেইমার এবং ডিমেনশিয়ার মতো মানসিক স্বাস্থ্য সমস্যার জন্যও ভর্তি হওয়ার সুবিধা রয়েছে।
৭০ বছর বা তার বেশি বয়সী সবাই আয়ুষ্মান কার্ড পেতে পারেন এবং AB-PMJAY-এর অন্তর্ভুক্ত হাসপাতালগুলোতে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পাবেন। ১ সেপ্টেম্বর পর্যন্ত, মোট ২৯,৬৪৮টি হাসপাতাল, যার মধ্যে ১২,৬৯৬টি বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের আওতায় রয়েছে। এটি ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর, তবে দিল্লি, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ এতে নেই।
যাঁরা ৭০ বছর বা তার বেশি বয়সি, তাঁদের আধার কার্ড অনুযায়ী এই প্রকল্পে আবেদন করতে হবে। এটি একটি আবেদন-ভিত্তিক প্রকল্প, তাই মানুষকে PMJAY পোর্টাল বা আয়ুষ্মান অ্যাপে নাম রেজিস্টার করতে হবে।
সূত্রটি জানিয়েছে “যাদের আগে আয়ুষ্মান কার্ড ছিল, তাদের আবার নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে এবং eKYC প্রক্রিয়া সম্পন্ন করতে হবে”। বৃদ্ধদের জন্য বিশেষ সুবিধা হল, তাঁরা AB-PMJAY-এর আওতায় পরিবারে থাকা সদস্যদের থেকে আলাদা ৫ লাখ টাকার অতিরিক্ত কভার পাবেন।
যাঁরা বেসরকারি স্বাস্থ্য বিমা বা কর্মচারী রাজ্য বিমা স্কিমের আওতায় আছেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তবে যাঁরা কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য স্কিম (CGHS), প্রাক্তন সেনা স্বাস্থ্য স্কিম (ECHS) এবং আয়ুষ্মান কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF)-এর মতো অন্যান্য সরকারি স্বাস্থ্য-বিমা স্কিমের সুবিধা নিচ্ছেন, তাঁরা বর্তমানে চালু স্কিমটি রাখতে পারেন অথবা AB-PMJAY-এ যোগ দিতে পারেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে জনসাধারণের উপকার হয়েছে ১ লাখ কোটি টাকারও বেশি। এই প্রকল্পটি ৭.৩৭ কোটি হাসপাতাল ভর্তি কভার করেছে, যার মধ্যে ৪৯ শতাংশ নারী উপকারভোগী।
প্রকল্পটি শুরুতে ১০.৭৪ কোটি দরিদ্র ও অসহায় পরিবারের জন্য ছিল, যা ভারতের জনসংখ্যার নিচের ৪০ শতাংশকে প্রতিনিধিত্ব করে।
২০২২ সালের জানুয়ারিতে, কেন্দ্রীয় সরকার জনসংখ্যার বৃদ্ধির ভিত্তিতে উপকারভোগী সংখ্যা ১০.৭৪ কোটি থেকে ১২ কোটি পরিবারের মধ্যে বাড়িয়েছে। এই প্রকল্পটি দেশের ৩৭ লাখ ASHAs, AWWs এবং AWHs কর্মীদের জন্যও সম্প্রসারিত হয়েছে।