Homeখবরদেশআম জনতার হেঁশেলে আগুন, বেড়েছে নিরামিষ খাবারের খরচ, বলছে ক্রিসিল রিপোর্ট

আম জনতার হেঁশেলে আগুন, বেড়েছে নিরামিষ খাবারের খরচ, বলছে ক্রিসিল রিপোর্ট

প্রকাশিত

শুরু হয়েছে উৎসবের মরশুম, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পেটপুজো ছাড়া বাঙালির যে কোনো উৎসবের আনন্দই মাটি। দুবেলা ভাত, রুটি, ডাল, তরকারি দিয়েই আম দেশবাসীর প্রতিদিন পেট ভরে। সেই নিরামিষ খাবারের খরচ গত সেপ্টেম্বর মাসে ১১% বেড়ে গেছে। গত বছরের সেপ্টেম্বরে বাড়িতে নিরামিষ রান্নার যে খরচ ছিল তার তুলনায় এবার ১১% বেড়ে গেছে। একদিকে সেপ্টেম্বর মাসে নিরামিষ খাবারের দাম যেমন বেড়েছে ১১%, তেমনই আমিষ রান্নার খরচ গত বছরের তুলনায় ২% কমেছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ক্রিসিল রিপোর্টে।

গোটা দেশেই চাল, ডাল, গম, মশলা, মাছ, মাংস, ডিম, সবজি, ভোজ্য তেল, দুধ, দই, পনির ও রান্নার গ্যাসের দামের খরচ ধরে নিয়েই সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা গেছে, গত বছরের এই সময়ের দামের তুলনায় এ বছর আলু, পেঁয়াজ এবং টমেটোর দাম যথাক্রমে ৫০, ৫৩ এবং ১৮% বেড়েছে। আলু আর পেঁয়াজের ফলন এবার কম হয়েছে। আর অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্রে বৃষ্টির জন্য জোগানে ঘাটতি দেখা গেছে টমেটোর।

এ ছাড়া অনেক আনাজের দামই অনেকটা চড়া। সবজি দিয়ে মূলত নিরামিষ খাবার হয় তাই আনাজপাতির চড়া দামের প্রভাব সরাসরি নিরামিষ রান্নার ওপর পড়েছে। এর জেরে নিরামিষ খাবারের খরচ সার্বিক ভাবে ৩৭% বেড়েছে বলে দাবি করা হয়েছে ক্রিসিল (CRISIL MI&A) গবেষণা রিপোর্টে। পাশাপাশি, নিরামিষ খাবারের ৯% হল ডাল। তার দাম বেড়েছে গত বছরের তুলনায় ১৪%।

অন্যদিকে, গত বছরের তুলনায় এ বছর ব্রয়লার মুরগির দাম ১৩% কমেছে। ব্রয়লার মুরগির দাম কমার জেরেই সার্বিকভাবে আমিষ রান্নার খরচ কমেছে বলে মনে করে ওয়াকিবহাল মহল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।