Home খবর দেশ কী ভাবে হয় উপরাষ্ট্রপতি নির্বাচন? জানুন খুঁটিনাটি

কী ভাবে হয় উপরাষ্ট্রপতি নির্বাচন? জানুন খুঁটিনাটি

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন দুই কক্ষের সাংসদরা। মোট ৭৮১ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য চাই ৩৯১। এনডিএর কাছে রয়েছে ৪২৭ ভোট, বিরোধী শিবির পিছিয়ে।

Vice President Election 2025
উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, যেখানে সরাসরি জনগণ ভোট দেন না। এই পদে কে বসবেন, তা ঠিক হয় সংসদের দুই কক্ষের মিলিত ভোটে।

ভোট কী ভাবে হয়

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন Electoral College-এর সদস্যরা। এই কলেজ গঠিত হয় লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৭৮১—লোকসভায় ৫৪২ এবং রাজ্যসভায় ২৩৯ জন সাংসদ। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রার্থীকে পেতে হবে অন্তত ৩৯১ ভোট।

উপরাষ্ট্রপতির ক্ষমতা ও ভূমিকা

  • উপরাষ্ট্রপতি রাজ্যসভার Ex-officio Chairman। তিনি উচ্চকক্ষের কার্যবিধি ও শৃঙ্খলা রক্ষা করেন।
  • মেয়াদ পাঁচ বছর, তবে তিনি পুনর্নির্বাচিত হতে পারেন।
  • বিশেষ পরিস্থিতিতে—যেমন রাষ্ট্রপতির মৃত্যু, অপসারণ বা পদত্যাগের সময়—উপরাষ্ট্রপতি সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তবে সেই সময় তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করেন না।

সংখ্যার অঙ্কে কে এগিয়ে?

এবারের নির্বাচনে মোট ৭৮১ ভোটের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর দখলে রয়েছে প্রায় ৪২৭ ভোট, যা সহজেই সংখ্যাগরিষ্ঠতার সীমা ৩৯১ অতিক্রম করছে। এনডিএ-কে সমর্থন দিচ্ছে ওয়াইএসআর কংগ্রেস পার্টিও, যাদের রয়েছে ১১ সাংসদ।

অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন INDIA জোটের হাতে রয়েছে প্রায় ৩১৫ ভোট। গত লোকসভা নির্বাচনের পর সংসদে তাঁদের শক্তি কিছুটা বেড়েছে ঠিকই, তবে সংখ্যার অঙ্কে ঘাটতি রয়ে গেছে ১০০ থেকে ১৩৫ ভোটের। এমনকি বিজেডি (৭), বিআরএস (৪) এবং শিরোমণি আকালি দল সমর্থন দিলেও বিরোধীরা অন্তত ৭০ ভোট পিছিয়েই থাকবে।

ইতিমধ্যেই বিজেডি, বিআরএস এবং শিরোমণি আকালি দল ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। অন্যদিকে, আম আদমি পার্টির সাংসদ স্বাতি মালিওয়াল সমর্থন করবেন রাধাকৃষ্ণনকে।

সব মিলিয়ে, উপরাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যার অঙ্ক স্পষ্ট করে দিচ্ছে যে এনডিএ শিবিরই অনেকটাই এগিয়ে রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version