হরিয়ানা বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে কুস্তিগীর বিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া কংগ্রেসে যোগদান করলেন। গত বছরের কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নির্যাতন ও হুমকির অভিযোগে তাঁরা প্রতিবাদে সামনের সারিতে ছিলেন।
শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন দুই অলিম্পিয়ান। কংগ্রেসের সদর দফতরে একটি বিশেষ অনুষ্ঠানে তাঁদের এই নতুন রাজনৈতিক যাত্রা শুরু হয়।
কংগ্রেসে যোগদানের পরে, বিনেশ বলেন, “খারাপ সময়েই বোঝা যায় কারা পাশে থাকে। যখন আমাদের রাস্তায় টেনে নামানো হয়েছিল, তখন কংগ্রেস আমাদের পাশে দাঁড়িয়েছিল।” বজরং পুনিয়া জানান, কংগ্রেস তাঁদের কোনো অনুরোধ ছাড়াই সমর্থন করেছিল, যেখানে বিজেপি তাঁদের চিঠির জবাব দেয়নি।
রেলের চাকরিতে ইস্তফা দিয়েই কংগ্রেস যোগ দেন দুজনে। কিন্তু রেল সূত্র খবর, এখনও তাঁদের ইস্তফা গৃহীত হয়নি।
কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে বিনেশ এবং বজরং হরিয়ানার নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে। জল্পনা রয়েছে, বিনেশ ফোগাট হরিয়ানার জুলানা আসন থেকে এবং বজরং পুনিয়া বাদলি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।