খবর অনলাইনডেস্ক: অতীতে বেশ কয়েকবার পরোক্ষভাবে বিজেপির সমর্থনে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু হরিয়ানার বিধানসভা ভোটের শেষবেলার প্রচারে কংগ্রেসের মঞ্চে দেখা গেল ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগকে।
বুধবার হরিয়ানার ভিওয়ানি জেলার তোশামে কংগ্রেস প্রার্থী অনিরুদ্ধ চৌধরির প্রচারসভায় অংশ নেন সহবাগ। ৪৮ বছরের অনিরুদ্ধের বাবা রণবীর মহেন্দ্র একদা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ছিলেন। কংগ্রেসের বিধায়কও হয়েছিলেন তিনি। অনিরুদ্ধের পিতামহ ছিলেন হরিয়ানার কিংবদন্তি জাঠ নেতা প্রয়াত বংশীলাল। ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ অনুগামী বংশীলাল চারবার হরিয়ানার মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
তোশাম বিধানসভা আসনে এবার অনিরুদ্ধের লড়াই তাঁরই খুড়তুতো বোন, বিজেপি প্রার্থী শ্রুতি চৌধরির বিরুদ্ধে। ২০০৫ থেকে টানা চারবার বিধানসভা ভোটে এই আসনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন শ্রুতির মা কিরণ। ভূপেন্দ্র সিংহ হুদার সরকারে মন্ত্রীও হয়েছিলেন চলতি বছরের গোড়ায় বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভা সাংসদ হয়েছেন তিনি।
শ্রুতির বাবা প্রয়াত সুরেন্দ্র সিংহ ছিলেন বংশীলালের কনিষ্ঠ পুত্র। কংগ্রেসের টিকিটে সাংসদ এবং মন্ত্রী হয়েছিলেন তিনিও। শ্রুতি নিজেও ২০০৯ সালের লোকসভা ভোটে ভিওয়ানি-মহেন্দ্রগড় আসনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন।
উল্লেখ্য, এবার ভোটে হরিয়ানায় বিজেপির বিরুদ্ধে হাওয়া প্রবল। সেই হাওয়ায় সওয়ার হয়ে সহবাগের পছন্দের প্রার্থী জিতে যেতে পারেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।