Home খবর দেশ সোমবার চতুর্থ দফায় ৯৬ আসনে ভোট, রয়েছে পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্র  

সোমবার চতুর্থ দফায় ৯৬ আসনে ভোট, রয়েছে পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্র  

0

খবর অনলাইন ডেস্ক: সোমবার অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। এ দিন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৮টি কেন্দ্র রয়েছে। ভোট শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশনের হিসেবমতে ৪২৬৪ জন প্রার্থীর ভাগ্য এ দিন নির্ধারিত হবে।

পশ্চিমবঙ্গের যে ৮ কেন্দ্রে ভোট নেওয়া হবে সেগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম।

গত ১৯ এপ্রিল অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাত দফার ভোটগ্রহণপর্ব শুরু হয়। প্রথম দফায় ১০২টি আসনে ভোট নেওয়া হয়েছিল। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ৮৯টি আসনে ভোট নেওয়া হয়। ৭ জুন তৃতীয় দফায় ভোট নেওয়া হয় ৯৪টি আসনে। পঞ্চম দফা, ষষ্ঠ দফা এবং সপ্তম তথা শেষ দফার ভোট নেওয়া হবে যথাক্রমে ২০ মে, ২৫ মে এবং ১ জুন তারিখে। ভোট গণনা হবে ৪ জুন।

সোমবার লোকসভার যে ৯৬টি আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ (২৫), উত্তরপ্রদেশ (১৩), ওড়িশা (৪), জম্মু-কাশ্মীর (১), ঝাড়খণ্ড (৪), তেলঙ্গানা (১৭), পশ্চিমবঙ্গ (৮), বিহার (৫), মধ্যপ্রদেশ (৮) এবং মহারাষ্ট্র (১১)।  হাভেলির লোকসভা ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং মধ্যপ্রদেশ লোকসভা ভোটপ্রক্রিয়া এ দিন সম্পূর্ণ হবে।

সোমবার যে ৯৬টি আসনে ভোট নেওয়া হবে, ২০১৯-এর লোকসভা ভোটের ফলাফলের ভিত্তিতে তার মধ্যে ১৩টি আসন রয়েছে কংগ্রেস এবং তার ‘ইন্ডিয়া’ জোটসঙ্গীদের দখলে। এ ছাড়া বিজেপি ও তার ইন্ডিয়া জোটসঙ্গীরা জিতেছিল ৫০টি আসনে। অন্ধ্রপ্রদেশে ২২টি আসন ওয়াই এস আর কংগ্রেস এবং তেলঙ্গানার ৯টি আসন ভারত রাষ্ট্র সমিতির দখলে রয়েছে। এআইএমআইএম জিতেছিল ২টি আসনে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী-রাহুল গান্ধী মুখোমুখি বিতর্ক নিয়ে চর্চা তুঙ্গে! মোদী রাজি কি না জানা না গেলেও কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছে বিজেপি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version