Homeখবরদেশঅসংসদীয় শব্দ প্রয়োগের অভিযোগ, কী এমন বলেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র? দেখুন...

অসংসদীয় শব্দ প্রয়োগের অভিযোগ, কী এমন বলেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র? দেখুন ভিডিয়োয়

প্রকাশিত

নয়াদিল্লি: সংসদে দাঁড়িয়ে অসংসদীয় শব্দের প্রয়োগের অভিযোগ তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে। তাঁর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায় বিজেপি। নিজের পক্ষে জোর সওয়াল করলেন সাংসদ। সব মিলিয়ে ফের এক বার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্কের ঝড়!

বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্পষ্টভাষী হিসাবেই পরিচিত মহুয়া। রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবের সময় তিনি অভিযোগ তোলেন, এক ব্যবসায়ী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে সঙ্গী হন এবং তাঁর হাতেই সরকারের রিমোট কন্ট্রোল থাকে। তা কেন থাকে? এ ছাড়াও সরাসরি পেগাসাস থেকে সাম্প্রতিক মোদীকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্রের প্রসঙ্গ উঠে আসে তাঁর কথায়।

বিগত কয়েকদিন ধরেই ‘আদানি’ ইস্যুতে বারংবার মুলতুবি হয়েছে সংসদ অধিবেশন। মঙ্গলবারও এই ইস্যুতে ঝড়ের সাক্ষী হয় সংসদ। তবে অন্য একটি ইস্যু নিয়ে বলতে গিয়ে অসংসদীয় ভাষার প্রয়োগ করে বিতর্কে জড়িয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। অভিযোগ, লোকসভায় বক্তব্য চলাকালীন এই অসংসদীয় শব্দের প্রয়োগ করেন তৃণমূল সাংসদ।

সূত্রের খবর, বিজেপি সাংসদদের শোরগোলে বিরক্ত হয়ে আসনে বসে পড়তে যান মহুয়া। তখনই না কি তিনি একটি অসংসদীয় শব্দ উচ্চারণ করেন। বিজেপি সাংসদ রমেশ বিধুরির পক্ষে অসংসদীয় ভাষা ব্যবহার করেন মহুয়া। তাঁর মাইক অন থাকায় সেই অসংসদীয় শব্দ শুনতে পান সংসদীয় অধিবেশনে উপস্থিত সকলেই। এর পরে বিজেপি সাংসদরা তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানান। পরে তিনি নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন।

মহুয়ার শব্দচয়ন নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini)। মহুয়ার বক্তব্য প্রসঙ্গে হেমা মালিনী বলেন, “ওঁদের নিজেদের জিভের উপরে আগল থাকা উচিত। অতিরিক্ত উত্তেজিত ও আবেগপ্রবণ হয়ে পড়লে চলবে না। সংসদের প্রত্যেক সদস্য একজন সম্মাননীয় ব্যক্তি”।

এই বিতর্কে মুখ খুলে বুধবার মহুয়া অবশ্য জানিয়ে দিয়েছেন, “আমি যা বলেছি তা রেকর্ডে নেই। আমি এইটুকুই বলতে পারে, আমি আপেলকে আপেলই বলব। কমলালেবু নয়। আমাকে যদি বিশেষাধিকার কমিটির কাছে নিয়ে যাওয়া হয় আমি আমার বক্তব্যের সপক্ষে যা বলার বলব”।

আরও পড়ুন: মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আবারও সুদের হার বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়বে ঋণের ইএমআই

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দেদার শব্দবাজিতে আতঙ্ক কলকাতায়! দূষণ কম দাবি পুলিশের, কিন্তু তথ্য বলছে অন্য কথা

দীপাবলির রাতে গভীর রাত পর্যন্ত দেদার শব্দবাজি ফাটানোয় নাকাল কলকাতা। পুলিশ কমিশনার দাবি করলেন, দূষণ কমেছে আগের বছরের তুলনায়, কিন্তু রাতের রিপোর্টে চিত্র একেবারে উল্টো।

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।

মহানগরীতে কালীপুজো: আলোকচিত্রীর ক্যামেরায়  

খবরঅনলাইন ডেস্ক: পঞ্জিকামতে সোমবার দুপুর ২টো ৫৭ মিনিট গতে শুরু হয়েছে অমাবস্যা, চলবে মঙ্গলবার...

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।