Homeখবরদেশযুদ্ধের মধ্যেও সুখী দেশের তালিকায় অনেক এগিয়ে ইজরায়েল, কোন স্থানে ভারত? পাকিস্তান-বাংলাদেশ...

যুদ্ধের মধ্যেও সুখী দেশের তালিকায় অনেক এগিয়ে ইজরায়েল, কোন স্থানে ভারত? পাকিস্তান-বাংলাদেশ কোথায়?

প্রকাশিত

সুখ যেন অধরাই থাকছে ভারতীয়দের কাছে। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫’। বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষ স্থানে আছে ইউরোপের দেশ ফিনল্যান্ড। এই নিয়ে পরপর ৮ বছর সবচেয়ে সুখী দেশের শিরোপা মাথায় উঠল ফিনল্যান্ডের। এর পর রয়েছে ইউরোপের আরও দুই দেশ – ডেনমার্ক এবং আইসল্যান্ড। এর পরে রয়েছে সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা ও নরওয়ে। হামাসের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেও অষ্টম স্থানে আছে ইজরায়েল।

ইজরায়েলের পর আছে লুক্সেমবার্গ, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইৎজারল্যান্ড, বেলজিয়াম, আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, কানাডা ও স্লোভেনিয়া। বিশ্বের ১৪৭টি দেশের মধ্যে সুখী দেশের তালিকায় ১১৮তম স্থানে আছে ভারত। ২০২৩ ও ২০২৪ সালে ভারতের স্থান ছিল ১২৪তম। তাই এ বছর গত বছরের তুলনায় ছ’ ধাপ উঠেছে ভারত। ২০১২ সালে ভারত ছিল ১৪৪তম। ২০২২ সালে ভারতের স্থান ছিল ৯৪তম।

বিভিন্ন রকমের আর্থসামাজিক ও রাজনৈতিক সঙ্কট থাকলেও পড়শি দেশ পাকিস্তান সুখী দেশের তালিকায় ভারতের চেয়ে এগিয়ে আছে। পাকিস্তান সুখী দেশের তালিকায় ১০৯তম স্থানে আছে। ভারতের আর এক প্রতিবেশী বাংলাদেশের অবস্থা বেশ করুন। তাদের অবস্থান ১৩৪তম স্থানে। গত বছর তারা ছিল ১২৯তম স্থানে।

প্রথম বার প্রথম দশে জায়গা করে নিয়েছে মেক্সিকো ও কোস্টারিকা। সুখী দেশের তালিকায় ২৩ ও ২৪তম স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও আমেরিকা। সুখী দেশের তালিকায় একেবারে তলানি অর্থাৎ শেষে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের চেয়ে দু’ ধাপ ওপরে রয়েছে সিয়েরা লিওন ও লেবানন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার, গালআপ, ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক আর স্বাধীন এডিটোরিয়াল বোর্ড মিলে সমীক্ষা চালায়। মাথাপিছু জিডিপি, সামাজিক সুরক্ষা, আয়ু, জীবনের পছন্দ-অপছন্দ বেছে নেওয়ার স্বাধীনতা, নাগরিক সুযোগসুবিধা, দুর্নীতির মাত্রা ইত্যাদির নিরিখে সুখী দেশের তালিকা প্রস্তুত করা হয়েছে। গুরুত্ব দেওয়া হয় অর্থনৈতিক অবস্থা ও শিল্পক্ষেত্রকেও। আর্থিক অনুদান, সাহায্য করার নিরিখে ৫৭তম স্থানে আছে ভারত। স্বেচ্ছায় শ্রমের নিরিখে ভারতের স্থান দশমে। হারানো মানিব্যাগ প্রতিবেশীদের ফেরত দেওয়ার নিরিখে ভারতের স্থান ১১৫তম। খাবার ভাগবাঁটোয়ারা করে খাওয়ার নিরিখে ভারত আছে ১৩২তম স্থানে। ক্রমশ কমবয়সি ভারতীয়দের মধ্যে একা একা খাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

এ দিকে, বুধবার প্রকাশিত হার্ভার্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা যৌথ গবেষণা রিপোর্টে বলা হয়েছে, প্রতিদিন কায়িক পরিশ্রম করলে ও যথাযথ ঘুম হলে মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা দূর হয়। মন মেজাজ ভালো থাকে। স্মার্টফোন ও স্মার্টওয়াচের তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, মানুষ যখন সাংস্কৃতিক ও সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে তখন সবচেয়ে বেশি সুখী থাকে। পরিবার, পরিজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে খাওয়াদাওয়া, সময় কাটালে মনমেজাজ ভালো থাকে। শারীরিক কসরত মানসিক উদ্বেগ কাটাতে সাহায্য করে। ভালো ভাবে ঘুমোতে সাহায্য করে। শারীরিক কসরত আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। মন মেজাজ ভালো রাখতে সাহায্য করে। মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা ও অবসাদের কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থুলতা ও ক্যানসারের মতো অসুখ হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।