Homeঅনুষ্ঠানরাম নবমী কী? পালন করা হয় কী ভাবে

রাম নবমী কী? পালন করা হয় কী ভাবে

প্রকাশিত

এ বছর (২০২৪) ১৭ এপ্রিল (বুধবার) পড়ছে রামনবমী। রাম নবমী প্রধানত ভগবান রামের জন্মবার্ষিকী উদযাপন।

দিনটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে (হিন্দু ক্যালেন্ডার) পালিত হয়। ইংরাজি ক্যালেন্ডার অনুসারে, দিনটি সাধারণত মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পড়ে।

রাম নবমীর প্রধান রীতি

রামকথা আবৃত্তি, ভগবান রামের উদ্দেশ্যে একটি শোভাযাত্রা বের করা, মন্দিরে এবং বাড়িতে রামের পুজো -প্রার্থনা করা এই দিনের কয়েকটি প্রধান রীতি।

রাম নবমী কী?

রাম নবমী একটি হিন্দু উৎসব যা ত্রেতাযুগে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের আবির্ভাবকে স্মরণ করে। বৈদিক শাস্ত্রগুলি নিশ্চিত করে যে ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণু রামচন্দ্র নামে অবতার হিসাবে আবির্ভূত হয়েছিলেন, যা সংস্কৃতি, বীরত্ব, নীতি, নৈতিকতা, সুশাসন, নম্রতা এবং ত্যাগের উদাহরণ দেয়।

ভারতের প্রাচীন ধর্মগ্রন্থ জুড়ে, এটা জোর দেওয়া হয়েছে যে ভগবান বিষ্ণু ভক্তদের আকৃষ্ট করতে এবং দুষ্টদের পরাজিত করতে বিভিন্ন অবতারে অবতীর্ণ হন। তাঁর ক্রিয়াকলাপগুলি, লীলা (বিনোদন) নামে পরিচিত, তাঁর ভক্তরা সেগুলিকেই শ্রদ্ধা-ভক্তির সঙ্গে পালন করে।

রাম নবমী ভগবান রামের আবির্ভাবকে তার মানব ও ঐশ্বরিক উভয় রূপে চিহ্নিত করে, যা ভারত জুড়ে গভীর শ্রদ্ধা ও বিভিন্ন উৎসবের মাধ্যমে উদযাপিত হয়। বিশেষ করে উত্তরপ্রদেশের অযোধ্যায়, যেটি ভগবান রামের জন্মস্থান হিসাবে পরিচিত।

রাম নবমীর আগে, হিন্দুরা চৈত্র নবরাত্রির সময় নয় দিনের উপবাস পালন করে, যে কোনো ধরনের মাদক দ্রব্য ত্যাগ করে প্রার্থনা এবং ধ্যানে মগ্ন থাকার সময় সাত্ত্বিক নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। নবম এবং শেষ দিনে, অযোধ্যা এবং ভারত জুড়ে অন্যান্য শহরগুলি প্রার্থনা এবং উৎসবে মেতে ওঠে। রাম নবমী ভগবান রামের জীবনের প্রতিটি দিককে সম্মান জানায়।

আরও পড়ুন: রাম নবমী উদযাপনের সাক্ষী হতে ভারতের অন্যতম ৫টি গন্তব্য

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।