মেঘালয় : চলতি মাসেই বিধানসভা নির্বাচন মেঘালয়। সে রাজ্যে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। বর্তমানে সেখানেই রয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীদের মনোবল চাঙ্গা করতে একাধিক বক্তব্য রাখছেন তিনি।
বৃহস্পতিবার আমপাতি ও উইলিয়ামনগর বিধানসভা কেন্দ্রে একেবারে মেঘালয়ের পোশাকে জনসভা করলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। আর জনসভার শুরু থেকেই মেঘালয়বাসীকে উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরসারি বর্তমান মুখ্যমন্ত্রীকে নিশানা করে তাঁর কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক।
তিনি বলেন, “মেঘালয়ে তৃণমূল সরকার গড়লে মহিলাদের ক্ষমতায়ন, যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।” অভিষেক বলেন, “বাংলার মতোই মেঘালয়কে দেখব। একটা সুযোগ দিন। আগামী ৫ বছর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তৃণমূলকে আনুন।”
তৃণমূল কংগ্রেসকে সরকারে আনার আবেদন জানিয়ে তিনি বলেন, “মেঘালয়কে অসম, গুজরাট, দিল্লি নয়, মেঘালয় শাসন করবে। মেঘালয় মাথা নত করবে না। বাংলা করে দেখাতে পারলে মেঘালয় করে দেখাবে”।