গুলমার্গ : সবেমাত্র শেষ হয়েছে ভারত জোড়ো যাত্রা। আর তারপরেই ছুটি কাটাতে গেলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতাকে দেখা গেল একেবারে অন্যরূপে। মাথায় টুপি, কালো জ্যাকেট এবং ট্রাউজার পড়ে ক্রমাগত সাদা বরফের ওপর দিয়ে স্কিইং করে যাচ্ছেন তিনি।
কংগ্রেস নেতার চোখে মুখে দেখা গেল না একটুও ক্লান্তি। ছুটির আনন্দ মন ভরে উপভোগ করছেন তিনি। দুদিনের জন্য ছুটিতে তিনি গিয়েছেন কাশ্মীরের গুলমার্গে। তাঁর আইস স্কিইংয়ের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এটা তাঁর ‘ভারত জোড়ো যাত্রা-র সাফল্যের পুরস্কার’ বলেই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে।
জানা গিয়েছে, দি-দিনের ছুটিতে ব্যক্তিগত সফরে কাশ্মীর গিয়েছেন রাহুল গান্ধী। সেখানে একটি অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন বলে খবর। যদিও তিনি এই সফরটি গোপন রাখতে চেয়েছিলেন। তাই কাশ্মীর সফরের ব্যাপারে সেখানকার সাংবাদিকেরা প্রশ্ন করতে রাহুল গান্ধী কেবল ‘নমস্কার’ বলে চলে যান। কাশ্মীরের প্রদেশ কংগ্রেস কমিটির তরফে জানানো হয়, এটি একান্তই রাহুল গান্ধীর ব্যক্তিগত সফর। এরই মাঝে বরফে মোড়া গুলমার্গে সনিয়া-তনয়ের একাধিক ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে।