Homeখবরদেশকে এই প্রবেশ বর্মা? যাঁর কাছে হারতে হল অরবিন্দ কেজরিওয়ালকে

কে এই প্রবেশ বর্মা? যাঁর কাছে হারতে হল অরবিন্দ কেজরিওয়ালকে

প্রকাশিত

দিল্লির নির্বাচনী ময়দানে এক বড় রাজনৈতিক চমক। রাজধানীর নয়াদিল্লি বিধানসভা আসনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করে ঐতিহাসিক জয় পেয়েছেন বিজেপি নেতা প্রবেশ সাহিব সিংহ বর্মা।

গণনা চলাকালীন প্রতিদ্বন্দ্বিতা বেশ হাড্ডাহাড্ডি ছিল। কখনও কেজরিওয়াল এগিয়ে যাচ্ছিলেন, কখনও প্রবেশ। শেষ পর্যন্ত প্রবেশ প্রবেশই জয় নিশ্চিত করেন। এই আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সন্দীপ দীক্ষিতও।

প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য প্রবেশ বর্মার বাবা ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সাহিব সিংহ বর্মা। তাঁর কাকা আজাদ সিংহও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৩ সালে বিজেপির প্রার্থী হিসেবে মুন্ডকা বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

প্রবেশ বর্মার রাজনৈতিক যাত্রা শুরু ২০১৩ সালে, মেহরৌলি বিধানসভা আসন থেকে প্রথমবার নির্বাচিত হন। পরে ২০১৪ সালে পশ্চিম দিল্লি লোকসভা আসন থেকে সাংসদ নির্বাচিত হন এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৫.৭৮ লক্ষ ভোটের বিশাল ব্যবধানে পুনরায় জয় পান। সংসদে তিনি সাংসদদের বেতন-ভাতা সংক্রান্ত যৌথ কমিটি এবং নগরোন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

২০২৫ সালের দিল্লি নির্বাচনের আগে প্রবেশ বর্মা “কেজরিওয়াল হটাও, দেশ বাঁচাও” নামে প্রচার শুরু করেন। এই প্রচারে তিনি আম আদমি পার্টির (AAP) প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরেন। দিল্লির বায়ুদূষণ, মহিলাদের নিরাপত্তা এবং নাগরিক পরিকাঠামোর উন্নয়ন নিয়ে তিনি কেজরিওয়াল সরকারের তীব্র সমালোচনা করেন। বিশেষ করে, যমুনা নদীর জল দূষণমুক্ত করার প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আপ সরকারকে কাঠগড়ায় দাঁড় করান তিনি।

নতুন দিল্লি বিধানসভায় এই জয়ের ফলে প্রবেশ বর্মা দিল্লির রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করলেন। এখন দেখার, তাঁর এই জয় দিল্লির রাজনৈতিক সমীকরণে কী পরিবর্তন আনে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।