Home খবর দেশ চিকিৎসাবিজ্ঞানে অনন্য নজির ভারতের, বিরল অস্ত্রোপচারে যুবকের প্রাণ বাঁচালেন ডাক্তাররা

চিকিৎসাবিজ্ঞানে অনন্য নজির ভারতের, বিরল অস্ত্রোপচারে যুবকের প্রাণ বাঁচালেন ডাক্তাররা

0
সেই চিকিৎসকচল যাঁরা বিরল অস্ত্রোপচারে নজির গড়লেন। ছবি IANS ‘X’ handle থেকে নেওয়া।

মৌ বসু

ভারতীয় মেধাবী চিকিৎসকদের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। বিরল অস্ত্রোপচারের মাধ্যমে ২৪ বছর বয়সি এক যুবকের প্রাণ বাঁচিয়ে লখনউয়ের একদল চিকিৎসা গোটা বিশ্বে এক অনন্য নজির গড়লেন।

বছর চব্বিশের ওই যুবক বিরল রোগ পেলভিক লাইপোম্যাটোসিসে আক্রান্ত ছিলেন। এই রোগে ইউরিনারি ব্লাডার সংকুচিত হয়ে যায়। পেলভিসে ফ্যাটি টিস্যু জমা হতে থাকে। কিডনি ও মুত্রনালি ফুলে যায়। শরীর থেকে প্রস্রাব বেরোতে পারে না।

লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের (এসজিপিজিআইএমএস, SGPGIMS) চিকিৎসকরা অভিনব রোবোটিক সার্জারির মাধ্যমে অস্ত্রোপচার করেন। এই অস্ত্রোপচার অত্যন্ত জটিল প্রক্রিয়া। সার্জিক্যাল রোবট বা দা ভিঞ্চি রোবোটিক সিস্টেমের মাধ্যমে ৬ জন ডাক্তার অস্ত্রোপচার করেন। শল্যচিকিৎসক উদয়প্রতাপ সিংয়ের নেতৃত্বে এই অস্ত্রোপচার হয়। পেলভিক লাইপোম্যাটোসিসের অসুস্থতায় রোবোটিক সার্জারি বিশ্বে এই প্রথম হল।

সার্জিক্যাল রোবট অত্যন্ত সফল ভাবে অস্ত্রোপচার করতে পেরেছে বলে ডাক্তাররা জানান। রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাঁর ইউরিনারি ব্লাডার ও কিডনি একদম ঠিকঠাক কাজ করছে। ভারতীয় চিকিৎসকরা নিঃসন্দেহে গোটা বিশ্বের চিকিৎসাবিজ্ঞানকে পথ দেখালেন।

আরও পড়ুন

লন্ডনের ক্যানসার-আক্রান্ত ১২ বছরের স্কুলপড়ুয়ার হয়ে ক্লাস করে রোবট

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version