Home খেলাধুলো প্যারিস অলিম্পিক্স ২০২৪: দেখে নিন ভারতের কোন খেলা কবে

প্যারিস অলিম্পিক্স ২০২৪: দেখে নিন ভারতের কোন খেলা কবে

0
আইফেল টাওয়ারের শহর প্যারিসে এবার বসছে অলিম্পিক্সের আসর। ছবি: সূত্র olympics.com

খবর অনলাইন ডেস্ক: আর সপ্তাহখানেক পরেই শুরু হবে স্পোর্টসের সবচেয়ে বড়ো ইভেন্ট অলিম্পিক্স। অলিম্পিক্সের আসর এবার বসছে প্যারিসে। সরকারি ভাবে অলিম্পিক্সের সূচনা-দিন যেদিন নির্ধারিত থাকে, তার এক দিন আগেই শুরু হয়ে যায় তিরন্দাজির র‍্যাঙ্কিং রাউন্ডের খেলা। এবার অলিম্পিক্সের উদ্বোধনী-অনুষ্ঠান হচ্ছে ২৬ জুলাই। তাই তিরন্দাজি শুরু হয়ে যাচ্ছে ২৫ জুলাই।

আজ পর্যন্ত অলিম্পিক্সে ভারতের সবচেয়ে ভালো সাফল্য এসেছে ২০২০-এর টোকিও অলিম্পিক্স থেকে। সেই অলিম্পিক্স থেকে ভারত এনেছিল ৭টা পদক। এবার আশা, ভারতের পদকপ্রাপ্তির সংখ্যা দু’ অঙ্কে পৌঁছোবে। পদকের জন্য ভারত তাকিয়ে আছে নীরজ চোপরা (জ্যাভেলিন থ্রো), পি ভি সিন্ধু (ব্যাডমিন্টন), সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি (ব্যাডমিন্টন), লাভলিনা বরগোহাঁই  ও নিখাত জারিন (বক্সিং), অন্তিম পঙ্গল (কুস্তি), মীরাবাঈ চানু (ভারোত্তোলন), মনু ভাকের ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমার (শুটিং) প্রমুখ এবং পুরুষদের হকি দলের দিকে।

প্যারিস অলিম্পিক্সে ভারতের খেলা শুরু হচ্ছে তিরন্দাজির র‍্যাঙ্কিং রাউন্ড দিয়ে। ভারতের পুরুষ ও মহিলা তিরন্দাজিরা প্রতিযোগিতায় যোগ দেবে। এর পর ২৬ তারিখে কোনো খেলা নেই। ২৭ তারিখ থেকে শুরু হয়ে যাবে বিভিন্ন খেলা।      

অলিম্পিক্সে ভারতের ক্রীড়াসূচি

২৫ জুলাই – তিরন্দাজি (র‍্যাঙ্কিং রাউন্ড)

২৭ জুলাই – ব্যাডমিন্টন (গ্রুপ স্টেজ), রোয়িং, শুটিং, বক্সিং (আর ৩২), হকি (প্রতিপক্ষ নিউজিল্যান্ড), টেবিল টেনিস, টেনিস (আর ১)

২৮ জুলাই – তিরন্দাজি (দলগত পদকের ম্যাচ), ব্যাডমিন্টন, বক্সিং (আর ৩২), রোয়িং, শুটিং (পদকের ম্যাচ), সাঁতার, টেবিল টেনিস (আর ৬৪), টেনিস (আর ১)

২৯ জুলাই – তিরন্দাজি (দলগত পদকের ম্যাচ), ব্যাডমিন্টন, হকি (প্রতিপক্ষ আর্জেন্তিনা), রোয়িং, শুটিং, টেবিল টেনিস (আর ৩২), টেনিস (আর ২)

৩০ জুলাই – সাঁতার (পদকের ম্যাচ), তিরন্দাজি, ব্যাডমিন্টন, বক্সিং, ইকুয়েস্ট্রিয়ান, হকি (প্রতিপক্ষ আয়ারল্যান্ড), রোয়িং, শুটিং (পদকের ম্যাচ), টেবিল টেনিস (আর ৩২), টেনিস (আর ২)

৩১ জুলাই – তিরন্দাজি, ব্যাডমিন্টন, বক্সিং (আর ১৬), ইকুয়েস্ট্রিয়ান, রোয়িং, শুটিং (পদকের ম্যাচ), টেবিল টেনিস (আর ৩২), টেনিস (৩ আর)

১ আগস্ট – তিরন্দাজি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, গল্‌ফ, হকি (প্রতিপক্ষ বেলজিয়াম), রোয়িং, সেলিং, শুটিং (পদকের ম্যাচ), টেবিল টেনিস, টেনিস

২ আগস্ট – তিরন্দাজি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন (সেমিফাইনাল), বক্সিং, গল্‌ফ, হকি (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া), জুডো (পদকের ম্যাচ), রোয়িং (পদকের ম্যাচ), সেলিং, শুটিং, টেবিল টেনিস (সেমিফাইনাল), টেনিস (পদকের ম্যাচ)

৩ আগস্ট – তিরন্দাজি (পদকের ম্যাচ), অ্যাথলেটিক্স (শট পাট ফাইনাল), ব্যাডমিন্টন (পদকের ম্যাচ), বক্সিং, গল্‌ফ, রোয়িং (পদকের ম্যাচ), সেলিং, শুটিং (পদকের ম্যাচ), টেবিল টেনিস (পদকের ম্যাচ), টেনিস (পদকের ম্যাচ)

৪ আগস্ট – তিরন্দাজি (পদকের ম্যাচ), অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন (পদকের ম্যাচ), বক্সিং (কোয়ার্টার ফাইনাল/ সেমিফাইনাল), ইকুয়েস্ট্রিয়ান (ফাইনাল), গল্‌ফ (পদকের ম্যাচ), হকি (কোয়ার্টার ফাইনাল), সেলিং, শুটিং (ফাইনাল), টেবিল টেনিস (পদকের ম্যাচ)

৫ আগস্ট – অ্যাথলেটিক্স (৫০০০ হাজার মি ফাইনাল), ব্যাডমিন্টন (পদকের ম্যাচ), সেলিং, শুটিং (ফাইনাল), টেবিল টেনিস, কুস্তি

৬ আগস্ট – অ্যাথলেটিক্স (লং জাম্প ফাইনাল), বক্সিং (সেমিফাইনাল), হকি (সেমিফাইনাল), সেলিং (পদকের ম্যাচ), টেবিল টেনিস, কুস্তি (পদকের ম্যাচ)

৭ আগস্ট – অ্যাথলেটিক্স (৩০০০ হাজার মি স্টিপলচেজ ফাইনাল), বক্সিং, গল্‌ফ, সেলিং, টেবিল টেনিস, ভারোত্তোলন (৪৯ কেজি ফাইনাল), কুস্তি (পদকের ম্যাচ)

৮ আগস্ট – অ্যাথলেটিক্স (জ্যাভেলিন থ্রো ফাইনাল), গল্‌ফ, হকি (পদকের ম্যাচ), টেবিল টেনিস, কুস্তি

৯ আগস্ট – বক্সিং (ফাইনাল), অ্যাথলেটিক্স (পদকের ম্যাচ), গল্‌ফ, হকি (পদকের ম্যাচ), কুস্তি (পদকের ম্যাচ)

১০ আগস্ট – বক্সিং (পদকের ম্যাচ), অ্যাথলেটিক্স (পদকের ম্যাচ), গল্‌ফ (পদকের ম্যাচ), টেবিল টেনিস (পদকের ম্যাচ), কুস্তি

১১ আগস্ট – বক্সিং (পদকের ম্যাচ), কুস্তি (পদকের ম্যাচ)

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: দেখে নিন ভারত কোন কোন খেলায় অংশ নিচ্ছে, কারা যাচ্ছেন 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version