Homeখবরদেশহরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জন! আমরণ অনশনের হুমকি প্রতিবাদী কুস্তিগিরদের

হরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জন! আমরণ অনশনের হুমকি প্রতিবাদী কুস্তিগিরদের

প্রকাশিত

নয়াদিল্লি: মঙ্গলবার সন্ধ্যায় হরিদ্বারের গঙ্গায় ভাসিয়ে দেবেন দেশের হয়ে জেতা পদক। তার পর ইন্ডিয়া গেটে আমরণ অনশনে বসবেন ফেডারেশন প্রধানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলা প্রতিবাদী কুস্তিগিররা। এমনটাই জানিয়েছেন ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকের মতো আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগিররা।

রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে লাগাতার প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভারতের শীর্ষ কুস্তিগিররা। মঙ্গলবার গঙ্গায় সমস্ত পদক বিসর্জন দিতে চলেছেন। যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরেও ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই প্রতিবাদ জানাতেই দেশের হয়ে জেতা পদক গঙ্গায় বিসর্জন দিতে চান কুস্তিগিররা।

সাক্ষী মালিক, বিনেশ ফোগট, বজরং পুনিয়ার মতো কুস্তিগিররা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হরিদ্বারে পদক বিসর্জন দেবেন তাঁরা। ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন তাঁরা। কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা না হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত কুস্তিগিরদের। আমরণ অনশনেও বসবেন বলে জানিয়েছেন তাঁরা।

প্রতিবাদী কুস্তিগিরদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “এই পদকগুলি আমাদের জীবন, আমাদের আত্মা। আজ এগুলি গঙ্গায় নিক্ষেপ করার পরে বেঁচে থাকার কোনো কারণ থাকবে না। তাই, আমরা এর পরে ইন্ডিয়া গেটে মৃত্যুর আগে পর্যন্ত অনশন করব।”

প্রধানমন্ত্রীর উদ্দেশে কুস্তিগিররা আরও বলেছেন, “তিনি আমাদেরকে আমাদের কন্যা বলেন, কিন্তু তিনি একবারও কুস্তিগিরদের জন্য নিজের উদ্বেগ প্রকাশ করেননি। বরং তিনি ‘অত্যাচারী’ (ব্রিজভূষণ)-কে নতুন সংসদ ভবন উদ্বোধনে আমন্ত্রণ জানিয়েছিলেন”।

প্রসঙ্গত, নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই কুস্তিগিরদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তর মন্তর চত্বর। ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিক-সহ ৩ কুস্তিগীর এবং ১০৯ জন আন্দোলনকারীদের আটক করে দিল্লি পুলিশ। পরে মহিলাদের ছেড়ে দেওয়া হয়। আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগীরদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, পুলিশকে নিগ্রহ, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। খালি করে দেওয়া হয়েছে যন্তর মন্তর চত্বর।

আরও পড়ুন: পঞ্চম বার ট্রফি জয় চেন্নাইয়ের, গুজরাতের স্বপ্নভঙ্গ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।