Homeখবররাজ্যনবান্নে মুখোমুখি মমতা-নীতীশ-তেজস্বী, বৈঠক শেষে ঐক্যের বার্তা

নবান্নে মুখোমুখি মমতা-নীতীশ-তেজস্বী, বৈঠক শেষে ঐক্যের বার্তা

প্রকাশিত

কলকাতা: সোমবার নবান্নে মুখোমুখি সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সঙ্গে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও। প্রায় আধঘণ্টার বৈঠক করলেন তাঁরা। বৈঠক শেষে বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী দলকে একসঙ্গে লড়াই করার বার্তা দিলেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী।

নবান্নে নীতীশ-তেজস্বীর সঙ্গে বৈঠকের পর মমতার বার্তা, “উন্নয়ন নিয়ে ওনাদের সঙ্গে কথা হল। রাজনৈতিক বেশ কিছু বিষয়েও কথা হয়েছে। ইগোকে সরিয়ে সবাই একসঙ্গে কাজ করতে চাই। হিরো হয়ে গেছে বিজেপি, জিরো করতে হবে। শুধু মিথ্যা কথা বলে, ফেক ভিডিও বানিয়ে মিথ্যে ছড়ায়। এ রকম চলতে পারে না”।

নীতীশ কুমারের কথায়, “যাঁদের উপর দেশ চালানোর ভার রয়েছে তাঁরা দেশের স্বার্থে কিছুই করছে না। শুধুমাত্র নিজেদের স্বার্থে কাজ করছে। যারা শাসক দল তারা শুধু নিজেদের প্রচার করে। দেশের জন্য কোনও কাজ করে না। আমাদের যে কথা হয়েছে, তা হল আমাদের সকলকে আরও বেশি বেশি করে, সবদলকে এক হয়ে আগামী লোকসভার জন্য প্রস্তুত হতে হবে। সকলে একসঙ্গে বসে কথাবার্তা বলুক। কী ভাবে পরবর্তী পথ এগোনো যায়, তা ঠিক হোক।”

রাজনৈতিক আলোচনার পাশাপাশি বাংলার উন্নয়ন নিয়েও কথা হয়। এ রাজ্যের উন্নয়নের ঢালাও প্রশংসা করেন বিহারের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বাংলায় সবকিছু কত ভালো হয়েছে। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) কত উন্নয়ন করেছেন।”

আরও পড়ুন: গোপন ব্যালটে মতামত নিয়ে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই, ২২ সদস্যের কমিটি তৈরি করল তৃণমূল

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।