জাতীয় সড়কের টোল ট্যাক্স বাড়ছে মঙ্গলবার থেকে। এপ্রিল মাসের ১ তারিখ থেকে দেশে জাতীয় সড়কের টোল ট্যাক্স ৫ শতাংশ করে বৃদ্ধি করা হয়। সেই নিয়ম অনুসারে আগামী ১ এপ্রিল থেকে ফের বাড়বে টোল ট্যাক্স। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার থেকে নতুন হারে টোল ট্যাক্স নেওয়া হবে।
টোল ট্যাক্স বৃদ্ধি নিয়ে সমস্যায় পড়েছেন বেসরকারি বাস মালিকরা। রাজ্য সরকারের পক্ষ থেকে বাসের ভাড়া বাড়ানো হয়নি, তাই বাড়তি টোল ট্যাক্সের কারণে আয় বাড়ানোর সুযোগ নেই। পরিবহণ দফতরের কাছে নতুন করে বাড়তি টোল ট্যাক্স না নেওয়ার জন্য আবেদন জানিয়েছে একাধিক বাস সংগঠন।
পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে প্রায় ৫২টি জাতীয় সড়ক রয়েছে এবং গড়ে প্রতি ৫৮ কিমি অন্তর টোল ট্যাক্স বুথ অবস্থিত। মঙ্গলবার থেকে হালকা যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স ৫ শতাংশ এবং ভারী যানবাহনের ক্ষেত্রে ১০ শতাংশ বৃদ্ধি পাবে। উদাহরণস্বরূপ, বর্তমানে একটি বাসকে ৪২৫ টাকা টোল ট্যাক্স দিতে হয়, যা মঙ্গলবার থেকে বেড়ে হবে ৪৪০ টাকা।
বেসরকারি বাস মালিকদের বক্তব্য, “টোল ট্যাক্স বৃদ্ধির কারণে আমাদের আয় কমে যাচ্ছে। যাত্রী ভাড়া না বাড়ানোয় আমরা চাপে পড়েছি। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।”
এদিকে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, রাস্তা রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য টোল ট্যাক্স বৃদ্ধি অপরিহার্য। তবে যাত্রী এবং পরিবহণ সংস্থাগুলির মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।