Homeখবররাজ্যমাধ্যমিক পরীক্ষার্থী পিছু স্কুলকে ১০ টাকা অনুদান, কেন ব্যাখ্যা দিলেন পর্ষদ সভাপতি

মাধ্যমিক পরীক্ষার্থী পিছু স্কুলকে ১০ টাকা অনুদান, কেন ব্যাখ্যা দিলেন পর্ষদ সভাপতি

প্রকাশিত

মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে তা নিশ্চত করতে স্কুলগুলিকে পরীক্ষার্থী পিছু ১০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। পড়ুয়াপিছু যে পরিমাণ অর্থ হবে তা পাঠিয়ে দেওয়া হবে স্কুল ফান্ডে। তবে টাকা অঙ্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বাজারে ১০ টাকায় কি কিছু হয়? তা নিয়ে ইতিমধ্যে স্কুলগুলির একাংশ প্রশ্ন তুলছে।

এই প্রশ্নেই উত্তর মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চায় টিভি নাইন বাংলা। উত্তরে তিনি জানিয়েছেন, বিষয়টিকে টাকার অঙ্কে না দেখে সামগ্রিক ভাবে বিষয়ের গুরুত্ব নিয়ে ভাবা উচিত। 

তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত লাগাতার প্রচেষ্টার মধ্য দিয়ে উঠে আসা একটি প্রয়াস। এটি কোন একক সিদ্ধান্ত নয়। ২০২২ সালে থেকে পরীক্ষা কেন্দ্র, অনলাইন সাবমিশন, শিক্ষক শিক্ষিকাদের সাম্মানিক, মনিটারিং ব্যবস্থা আনা হয়েছে। এটাও সেই প্রক্রিয়ারই অঙ্গ। আমরাই একমাত্র ভারতীয় বোর্ড যারা এই কাজটি করেছি।’

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, ‘স্কুলে যদি ৫০০ পডুয়া থাকে তাহলে সেখানে স্কুল পাঁচ হাজার টাকা পাবে। স্কুল যদি মনে করে এই অনুদানের টাকা নানা কাজ করতে পারে।’ 

তিনি জানান, পর্ষদের পক্ষ থেকে ওই টাকা কোন খাতে খরচ করতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। স্কুলগুলি তাদের প্রয়োজন অনুযায়ী তাদের ওই টাকা তাদের কাছে লাগাতে পারবে।

যদিও শিক্ষাবিদদের একাংশ পর্ষদদের এই সিদ্ধান্ত কে কটাক্ষ করেছেন। টাকার অঙ্ক দেখে একে ‘ভিক্ষা’ বলছেন কেউ কেউ। শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় টিভি নাইনকে বলেন বলেন, ‘এটা খুব লজ্জার কথা যে পর্ষদ ১০ টাকা করে দেওয়া হবে। এটা ভাবনার অতীত। আজকের দিনে ১০টাকায় কিছুক কোনও মূল্য নেই।’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিদ্যাসাগর সেন্ট্রালের পুজোয় অভিনব থিম: ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’। শিল্পী বিভাস মুখোপাধ্যায়ের সৃজনে মণ্ডপসজ্জায় উঠে আসছে জল সংরক্ষণের বার্তা।

বাংলার লোকশিল্প ‘গোমীরা মুখা নাচ’কে পুজো মণ্ডপে তুলে ধরতে প্রস্তুত খিদিরপুর পল্লী শারদীয়া

খিদিরপুর পল্লী শারদীয়া পুজো মণ্ডপে এবার উত্তরবঙ্গের দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা মুখা নাচ’। শিল্পী শঙ্কর পালের সৃজনে ধরা পড়ছে লোকশিল্পের ঐতিহ্য ও দেবীপক্ষের আবাহন।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।