Homeখবররাজ্যমহুয়া মৈত্রর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মমতাকে চিঠি দিলেন দলেরই ৬ বিধায়ক

মহুয়া মৈত্রর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মমতাকে চিঠি দিলেন দলেরই ৬ বিধায়ক

প্রকাশিত

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ছয়জন বিধায়ক অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। চিঠিতে তাঁরা মহুয়ার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়, চাপড়ার রুকবানুর রহমান, নাকাশিপাড়ার কল্লোল খাঁ, পলাশিপাড়ার মানিক ভট্টাচার্য, কৃষ্ণনগর দক্ষিণের উজ্জ্বল বিশ্বাস, এবং কালীগঞ্জের নাসিরুদ্দিন আহমেদ।

চিঠিতে স্বাক্ষরকারী বিধায়কদের অভিযোগ, মহুয়া তাঁদের উপেক্ষা করে একাধিক ব্লক ও বুথ সভাপতির বদলি করেছেন এবং বিধায়কদের অগ্রাহ্য করে এলাকায় কাজ করছেন। মহুয়ার বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি বিধায়ক বিরোধী গোষ্ঠীকে মদত দিয়ে এলাকার রাজনৈতিক পরিবেশ অস্থির করছেন। পাশাপাশি, সংখ্যালঘু এলাকাগুলিতে কুখ্যাত সমাজবিরোধীদের সঙ্গে চলাফেরা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, মহুয়া নাকি দলের নেতাকর্মীদের প্রলোভন দেখিয়ে দাবি করছেন যে, আগামী বিধানসভা নির্বাচনে (২০২৬-এ) বর্তমান বিধায়কদের সরিয়ে নতুন প্রার্থী মনোনীত করবেন। এমনকি বিজেপির বিরোধী কর্মসূচিতে তাঁর নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। দলীয় বিধায়কদের বিরুদ্ধে মহুয়ার ‘সক্রিয় পদক্ষেপ’ এবং তাঁদের কাজকর্মে অযাচিত হস্তক্ষেপের বিষয়েও অভিযোগ ওঠে।

তবে মহুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্টের বিধায়ক তাপস সাহা এবং অসুস্থ মুকুল রায়ের নাম এই চিঠিতে নেই। বিষয়টি তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে এবং দেখার বিষয়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগপত্র নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করেন।

প্রসঙ্গত, মহুয়ার সঙ্গে স্থানীয় বিধায়কদের দ্বন্দ্ব নতুন কিছু নয়। বিধায়করা একদিকে যেমন সরব হয়েছেন সাংসদের বিরুদ্ধে। মহুয়ারও পাল্টা অভিযোগ ছিল নির্বাচনের সময় বিধায়দের সহযোগিতা তিনি পান না। তবে এই ইস্যুতে এখনও পর্যন্ত তাঁর কোনো প্রতিক্রিয়া মেলেনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।