ফের কংগ্রেসে ফিরে এলেন অভিজিৎ মুখোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ চার বছর আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন।
বুধবার প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন তিনি। পুরনো দলে ফিরে অভিজিতের বক্তব্য, বিভাজনের বিরুদ্ধে লড়াই করতে কংগ্রেসই একমাত্র বিকল্প, আর সেই কারণেই এই প্রত্যাবর্তন।
কিছুদিন আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিজিৎ। অনুমোদন মেলার পর প্রদেশ কংগ্রেসকে সে কথা জানানো হয়। অভিজিৎ একসময় কংগ্রেসের সাংসদ ছিলেন। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর ছেড়ে যাওয়া আসন জঙ্গিপুর থেকে উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে যান তিনি। ২০১৪ সালেও সেই আসনে জয় পান, তবে ২০১৯ সালে তৃণমূল প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হন। এরপর থেকে তিনি কার্যত রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
২০২১ সালের ৫ জুলাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন অভিজিৎ। তখন জানিয়েছিলেন, মানুষের জন্য কাজ করতেই তাঁর এই দলবদল। তবে তৃণমূল তাঁকে সেভাবে কাজে লাগায়নি। তিনি লোকসভা বা বিধানসভা নির্বাচনের প্রার্থীও হননি। গত তিন বছরে তৃণমূলের রাজনীতিতেও সক্রিয় দেখা যায়নি তাঁকে। ফলে ক্রমশ তাঁর মধ্যে আক্ষেপ তৈরি হয় এবং শেষ পর্যন্ত কংগ্রেসেই ফিরে এলেন।
রাজনৈতিক মহলে জল্পনা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস তাঁকে টিকিট দিতে পারে। দলে ফেরার পর অভিজিৎ জানিয়েছেন, তিনি সংগঠনের জন্য কাজ করতে চান এবং দল যে দায়িত্ব দেবে, তা পালন করবেন।