Homeখবররাজ্যচার বছর পর তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন অভিজিৎ মুখোপাধ্যায়

চার বছর পর তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন অভিজিৎ মুখোপাধ্যায়

প্রকাশিত

ফের কংগ্রেসে ফিরে এলেন অভিজিৎ মুখোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ চার বছর আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন।

বুধবার প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন তিনি। পুরনো দলে ফিরে অভিজিতের বক্তব্য, বিভাজনের বিরুদ্ধে লড়াই করতে কংগ্রেসই একমাত্র বিকল্প, আর সেই কারণেই এই প্রত্যাবর্তন।

কিছুদিন আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিজিৎ। অনুমোদন মেলার পর প্রদেশ কংগ্রেসকে সে কথা জানানো হয়। অভিজিৎ একসময় কংগ্রেসের সাংসদ ছিলেন। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর ছেড়ে যাওয়া আসন জঙ্গিপুর থেকে উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে যান তিনি। ২০১৪ সালেও সেই আসনে জয় পান, তবে ২০১৯ সালে তৃণমূল প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হন। এরপর থেকে তিনি কার্যত রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন।

২০২১ সালের ৫ জুলাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন অভিজিৎ। তখন জানিয়েছিলেন, মানুষের জন্য কাজ করতেই তাঁর এই দলবদল। তবে তৃণমূল তাঁকে সেভাবে কাজে লাগায়নি। তিনি লোকসভা বা বিধানসভা নির্বাচনের প্রার্থীও হননি। গত তিন বছরে তৃণমূলের রাজনীতিতেও সক্রিয় দেখা যায়নি তাঁকে। ফলে ক্রমশ তাঁর মধ্যে আক্ষেপ তৈরি হয় এবং শেষ পর্যন্ত কংগ্রেসেই ফিরে এলেন।

রাজনৈতিক মহলে জল্পনা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস তাঁকে টিকিট দিতে পারে। দলে ফেরার পর অভিজিৎ জানিয়েছেন, তিনি সংগঠনের জন্য কাজ করতে চান এবং দল যে দায়িত্ব দেবে, তা পালন করবেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।