Home খবর রাজ্য কংগ্রেস প্রার্থীর সঙ্গে আঁতাত, বিস্ফোরক অভিযোগ অভিষেকের

কংগ্রেস প্রার্থীর সঙ্গে আঁতাত, বিস্ফোরক অভিযোগ অভিষেকের

0

মুর্শিদাবাদ : চলতি মাসের ২৭ তারিখ ফের রাজ্যে নির্বাচন। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে হতে চলেছে উপনির্বাচন। আর ঠিক তার আগেই কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে সে রাজ্যে প্রচার সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এ দিনের প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ কার সঙ্গে কার আঁতাত রয়েছে খুব সহজেই বুঝে নিন। এখানে মীরজাফররা প্রার্থী হয়েছে। অধীর চৌধুরী কি জানতেন সে কথা? তবে কেন তিনি প্রতিবাদ করলেন না। সাগরদিঘির একটি বুথেও যদি তৃণমূল হেরে যায় তাহলে সেটা মীরজাফরদের বুথ। এই উপনির্বাচন বিধানসভা নির্বাচনের থেকেও গুরুত্বপূর্ণ’।

এরপরই সাগরদিঘি শ্রমিকদের প্রসঙ্গ তোলেন অভিষেক। তিনি বলেন, ‘আমার কাছে খবর এসেছে এখানকার বিড়ি শ্রমিকরা খুব সমস্যায় আছেন। ৯০০ টি বিড়ি বাঁধলে এখানকার শ্রমিকরা পান মাত্র ১৬৫ টাকা। তবে আমরা শ্রমিকদের পাশে আছি। এখানে জিতলে বিড়ি শ্রমিকদের মজুরি বাড়িয়ে দেবে তৃণমূল’।

সাগরদিঘি উপনির্বাচনে ফের জোট বেঁধেছেন বাম-কংগ্রেস। জোট প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন বায়রন বিশ্বাস । আর তার সঙ্গেই নাকি ছবি রয়েছে বিরোধী দলনেতার। এমনটাই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য জনসভায় তুলে ধরলেন একটি হোর্ডিংও।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version