সিরিয়া : ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে সিরিয়া। সেই ঘটনার পর কেটেছে মাত্র দু সপ্তাহ। আর তারই মধ্যে সিরিয়ার আবাসনে আচড়ে পড়ল ইজরায়েলের ক্ষেপণাস্ত্র। ঘটনায় মৃত্যু হয়েছে আনুমানিক ১৫ জনের।
জানা যাচ্ছে, দামাস্কাসের আবাসন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইজরায়েল। যে অঞ্চলে এই হামলা হয়েছে সেটি সিরিয়ার উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে পরে বলেই জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই হামলার ভিডিও।
উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ ভয়ঙ্কর ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ইজরাইলের হামলা সিরিয়ায়।
যদিও এই প্রথম নয়। এর আগেও একাধিকবার ঘটেছে এহেন ঘটনা। জানা যাচ্ছে জানুয়ারি মাসের শুরুতেই ভোর রাতে সিরিয়ার রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইজরাইল সেনা। আর এবার আবাসন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইজরাইল।