Homeখবররাজ্যঅ্যাডিনোয় উদ্বেগ! কোথায় গিয়ে থামবে এই সংক্রমণ?

অ্যাডিনোয় উদ্বেগ! কোথায় গিয়ে থামবে এই সংক্রমণ?

প্রকাশিত

কলকাতা: করোনাভাইরাসের পর এখন ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস। পরপর শিশু মৃত্যু ঘটছে শহরে। জেলা থেকেও আসছে অ্যাডিনো উপসর্গ নিয়ে মৃত্যুর খবর। রাজ্য সরকারের তরফ থেকে পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়েছে বহুবিধ পদক্ষেপ।

এর আগেই রাজ্য সরকার অ্যাডিনো পরিস্থিতিতে একটি গাইডলাইন প্রকাশ করেছিল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখতে ১০ দফা অ্যাডভাইসরি জারি করে স্বাস্থ্য দফতর। এখন সরকারি হাসপাতালে শিশুচিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করেছে রাজ্য। প্রতীকী ছবি: রাজীব বসু

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় যাতে কোনো ভাবেই খামতি না থাকে এই বার্তা আগেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যার ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা পেতে যাতে কারও কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই জন্যই দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ। প্রতীকী ছবি: রাজীব বসু

শিশুদের মধ্যে অ্যাডিনো ভাইরাসের প্রকোপে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। ছবি: রাজীব বসু

এ ধরনের ভাইরাস ঘটিত সংক্রমক সর্দি-জ্বরের বাড়বাড়ন্তের কারণ কী? বিশেষজ্ঞরা দায়ী করছেন দু’টি বিষয়কে। একটি মানুষের মাস্ক পরা বন্ধ করে দেওয়া। এবং দ্বিতীয়টি হল ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনের সম্ভাব্য পরিবর্তন। প্রতীকী ছবি: রাজীব বসু

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “এখনও পর্যন্ত ১৯ জন শিশুর মৃত্যু হয়েছে। কো-মর্বিডিটি ১৩ জন এবং অ্যাডিনোয় ছয় জনের মৃত্যু হয়েছে”। তবে বেসরকারি মতে, এই সংখ্যা আরও অনেক বেশি। ছবি: রাজীব বসু

অ্যাডিনো সংক্রমিত শিশুদের পরিবার কান্নায় ভেঙে পড়েছে বিসি রায় হাসপাতালে। ছবি: রাজীব বসু

রাজ্য সরকার আশা করছে, আগামী দেড়-দু’সপ্তাহের মধ্যে ভাল মতো গরম পড়ে গেলে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ এমনিতেই কমে আসবে। সরকারের জারি করা প্রেস বিবৃতিতেও বলা হয়েছে, “বর্তমান সংক্রমণটি আদতে মরশুমি অসুখই।” ছবি: রাজীব বসু

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।