দীর্ঘ চেষ্টার পর অবশেষে ধরা পড়ল ওড়িশা থেকে আসা বাঘিনি জিনত। রবিবার বিকেলে বাঁকুড়ার রানিবাঁধ থানার গোঁসাইডিহি গ্রামের জঙ্গলে তাকে ধরে ফেলেন বনকর্মীরা। টানা চেষ্টা এবং ঘুমপাড়ানি গুলির মাধ্যমে বাঘিনিকে কাবু করা হয়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের জিনতকে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়। ২৪ নভেম্বর রেডিয়ো কলার পরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এরপর সে ওড়িশা থেকে ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়ার জঙ্গলে আশ্রয় নিতে শুরু করে।
শনিবার সকালে জিনত পৌঁছায় বাঁকুড়ার গোঁসাইডিহি গ্রামের জঙ্গলে। বাঘিনির উপস্থিতি টের পেয়ে এলাকাটি ঘিরে ফেলে বনকর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে বাঘিনির গর্জন শোনা গিয়েছিল এবং তার পায়ের ছাপ দেখা গিয়েছিল। দ্রুত পদক্ষেপ নিয়ে বনকর্মীরা জঙ্গলে একাধিক খাঁচা পাতেন এবং গ্রামবাসীদের সুরক্ষার জন্য রাস্তাগুলি জাল দিয়ে ঘিরে ফেলেন।
রবিবার বিকেলে চূড়ান্ত ঘুমপাড়ানি গুলি ছোড়া হলে বাঘিনি কাবু হয়। এরপর তাকে ধরে নিরাপদে নিয়ে যাওয়া হয়। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, জিনতের এই দীর্ঘ যাত্রা ভবিষ্যতে বন্যপ্রাণী পরিচালনার ক্ষেত্রে নতুন দিক নির্দেশ করতে পারে।