Homeরাজ্যআলিপুরদুয়ারদশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই লৌকিক দেবীর পুজোয় মাতেন ডুয়ার্সের বাসিন্দারা

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই লৌকিক দেবীর পুজোয় মাতেন ডুয়ার্সের বাসিন্দারা

প্রকাশিত

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই বাঙালির মন খারাপ হয়ে যায়। আকাশ-বাতাস জুড়ে শোনা যায় বিষাদের সুর। কিন্তু দশমীতে উমা বিদায়ের পর্ব সাঙ্গ হতে না হতেই উত্তরবঙ্গের ডুয়ার্সের বেশ কিছু অঞ্চলের মানুষ প্রবল উৎসাহে মেতে ওঠেন নতুন এক উৎসবে। জলপাইগুড়ি, কোচবিহার আর আলিপুরদুয়ারে হয় ভাণ্ডানী দেবীর পুজো।

একাদশীর দিন থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত হয় এই ভাণ্ডানী দেবীর পুজো। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহারের আদি বাসিন্দা রাজবংশী সমাজের দেবী ভাণ্ডানীর পুজো বহু দিন ধরেই প্রচলিত। এখন রাজবংশী সমাজের একান্ত নিজস্ব এই পুজো উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে সর্বজনীন রূপ পেয়েছে। দেবী ভাণ্ডানী উত্তরবঙ্গের লৌকিক দেবী হলেও হয়ে উঠেছেন লোকসংস্কৃতির ধারক। এলাকাভেদে দেবী ভিন্ন নামে পূজিতা হন। কোথাও ভান্ডারনী, কোথাও ভাণ্ডানী, কোথাও বনদুর্গা, কোথাও বনদেবী, কোথাও আবার অঞ্চলভেদে ডাংধারী মাও বা লাঠিধারী মা হিসাবেও পূজিতা হন। রাজবংশী ভাষায় লাঠিকে বলা হয় ডাং আর মাও হলেন মা।

ইতিহাসবিদদের মতে, ভাণ্ডানী দেবী দুর্গার লৌকিক রূপ হলেও মহিষাসুরমর্দিনী নন। দেবী রূপে একজন সাধারণ নারী। দেবী এখানে চতুর্ভুজা। চতুর্ভূজা দেবী ভাণ্ডানীও পূজিতা হন সপরিবার অর্থাৎ সঙ্গে থাকেন লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক। তবে মনে করা হয়, মহিষাসুরকে বধ করে স্বর্গে ফেরার পথে রাজবংশী কৃষকদের প্রার্থনায় সাড়া দিয়ে দেবী মর্ত্যলোকে আরও কয়েক দিন থেকে যান। তাই মহিষাসুর থাকে না ভাণ্ডানী দেবীর সঙ্গে।

তন্ত্রমতে পুজো হয়। দেবীর গায়ের রঙ রক্তবর্ণ। লোকশ্রুতি অনুযায়ী, দশমীর দিন কৈলাসে যাওয়ার পথে দেবী দুর্গার পথ আটকে পুজো দিতে না পারা অনেক সাধারণ মানুষ তাদের পুজো নিয়ে যাওয়ার প্রার্থনা জানায়। দেবী তাদের বলেন দশভুজা হিসাবে তিনি পুজো নিতে পারবেন না। দেবী তখন চতুর্ভুজা রূপে ভাণ্ডানী দেবী রূপে আবির্ভূত হন।

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সমাজে বর্ণভেদ প্রথা প্রচলিত থাকায় সাধারণ মানুষ বিশেষত নিম্নবর্গীয়রা দুর্গাপুজোয় যোগ দিতে পারত না। তখন দুর্গাপুজোর আয়োজন করতে হলে রাজাকে জানাতে হত। তিনি সম্মতি দিলেই দুর্গাপুজো শুরু করা যেত। তাই মূলত কৃষিজীবী মানুষরা নিজেদের আরাধ্য হিসাবে দুর্গাপুজোর বিকল্প হিসাবে ভাণ্ডানী দেবীর পুজো সূচনা করেন। মনে করা হয়, ভাণ্ডার অর্থাৎ শস্যের ভাণ্ডার থেকে এসেছে ভাণ্ডানী কথাটি। রাজবংশী সম্প্রদায়ের কৃষকদের হাত ধরে এই পুজোর সূচনা হয়। দশমীর দিন ‘যাত্রাপুজো’ দিয়ে শুরু হয় পুজো। একাদশীর দিন থেকে শুরু হয় ভাণ্ডানী দেবীর পুজো। রাজবংশী অধ্যুষিত জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ উলাদাবাড়ি, আলিপুরদুয়ারের ভোলারদাবড়ি ছাড়াও ভাণ্ডানী দেবীর পুজোর ব্যাপক প্রচলন আছে মালবাজার, ধূপগুড়ি, মেখলিগঞ্জ, মাথাভাঙা, নাগরাকাটা, খয়েরকাটা আর রানিরহাটে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

নির্বাচনের ঢাকে কাঠি: মোদীর আক্রমণের পাল্টা জবাব মমতার

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের অনেক দেরি থাকলেও বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কার্যত নির্বাচনী লড়াই শুরু হয়ে গেল। আলিপুরদুয়ারে মোদীর আক্রমণের জবাবে নবান্ন থেকে জবাব দিলেন ক্ষুব্ধ মমতা।