গরু পাচার মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ অনুব্রতের জামিন মঞ্জুর করে। ২০২২ সালের অগস্ট মাসে বীরভূমের নীচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকে সিবিআই কর্তৃক গ্রেফতার হওয়া অনুব্রতকে প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং পরে তিহাড় জেলে পাঠানো হয়েছিল।
সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অনুব্রত। তার পক্ষের আইনজীবী যুক্তি দিয়েছিলেন, অন্যান্য অভিযুক্তরা জামিন পেলেও অনুব্রতকে অন্যায়ভাবে আটক রাখা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল, অনুব্রত জামিন পেলে সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্ট অনুব্রতের জামিন মঞ্জুর করে।
তবে, অনুব্রত এখনই তিহাড় জেল থেকে মুক্তি পাচ্ছেন না। গরু পাচার মামলায় আর্থিক তছরুপের অভিযোগে ইডি স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করে এবং অনুব্রতকে গ্রেফতার করে। ইডির মামলায় জামিন না পাওয়া পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হবে।
অনুব্রতের জামিন প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী এবং বীরভূমের তৃণমূল নেতা চন্দ্রনাথ সিংহ জানান, “আজকে সিবিআই মামলায় কেষ্টদার জামিন হল। বাকি রইল ইডির মামলা। তারও শুনানির দিন আসন্ন। আশা করছি সেটাতেও জামিন মিলবে। তার পর জেলা জুড়ে সংবর্ধনার আয়োজন করা হবে।”