Homeখবরবাংলাদেশবাংলাদেশের ইলিশ এ বার আরও বেশি মিলবে রাজ্যের বাজারে

বাংলাদেশের ইলিশ এ বার আরও বেশি মিলবে রাজ্যের বাজারে

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: দুর্গাপুজোর মরশুমে ও-পার বাংলা থেকে প্রায় ৪০০০ টন ইলিশ আসবে এ-পার বাংলায়। বাংলাদেশ সরকার এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক এ ব্যাপারে বুধবার এক নির্দেশিকা জারি করেছে।

ওই নির্দেশিকায় ঢাকা, খুলনা, পাবনা, যশোর এবং চট্টগ্রামের ৭৯ জন মাছ রফতানিকারকের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এরা প্রত্যেকে ৫০ টন করে ইলিশ পাঠাবে পশ্চিমবঙ্গে।     

নির্দেশিকা জারি করেছেন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রকের রফতানি শাখার ডেপুটি সেক্রেটারি মোহম্মদ জাকির হোসেন। নির্দেশিকায় জানানো হয়েছে, যে নির্দিষ্ট পরিমাণ ইলিশ প্রত্যেক রফতানিকারককে পশ্চিমবঙ্গে পাঠাতে বলা হয়েছে তার বেশি তারা পাঠাতে পারবে না। অর্থাৎ প্রত্যেকে ৫০ টন করেই ইলিশ পাঠাতে পারবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, সরকার যদি মনে করে তা হলে যে কোনো সময়ে ইলিশ রফতানি বন্ধ করে দিতে পারবে।

এ বার আসছে প্রায় ১১০০ টন বেশি

ইলিশ রফতানির উপরে বাংলাদেশে পুরো নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানোর ক্ষেত্রে ২০১৯ থেকে ওই নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হচ্ছে। সে বছর থেকে প্রতি বছর বাংলাদেশ পুজোর মরশুমে পশ্চিমবঙ্গকে ইলিশ উপহার দিয়ে আসছে।     

২০১৯-এ বাংলাদেশ থেকে ৫০০ টন ইলিশ এসেছিল। প্রতি বছরই পুজো-উপহারের পরিমাণ বাড়ছে। গত বার এসেছিল ২৯০০ টন। এ বার তা বেড়ে হচ্ছে প্রায় ৪০০০ টন। অর্থাৎ এ বছর প্রায় ১১০০ টন বেশি ইলিশ আসছে বাংলাদেশ থেকে।

কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেট্রারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেছেন, “বৃহস্পতিবার থেকে ইলিশের আমদানি শুরু হবে। বাংলাদেশ সরকার যে ‘ডেডলাইন’ ঠিক করে দিয়েছে সেই অনুসারে ৩০ অক্টোবরের মধ্যে ইলিশ আমদানির গোটা প্রক্রিয়া শেষ করতে হবে।”

কলকাতার ইলিশ আমদানিকারকরা জানিয়েছেন, প্রথমে হাওড়া ও কলকাতার পাইকারি বাজারে মাছ আসবে। তার পর রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে মাছ চলে যাবে। আশা করা যায় রবিবার নাগাদ বাংলাদেশের ইলিশ বাজারে পৌঁছে যাবে।         

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।