Home খবর রাজ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ন’টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ন’টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

weather uodate

যদিও নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না, তবু টানা ঝড়বৃষ্টি চলবে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার সতর্কতা জারি রয়েছে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস অনুযায়ী, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হবে। শনিবার-রবিবার ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনায়।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সব জেলায় ঝড়বৃষ্টি হবে। জলপাইগুড়ি ও মালদহে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার জলপাইগুড়ি, বৃহস্পতিবার কালিম্পং ও আলিপুরদুয়ার, আর শনিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। এই জেলাগুলিতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫–৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সোমবার থেকে বুধবার পর্যন্ত ওড়িশার দক্ষিণ উপকূলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।

আবার নিম্নচাপ তৈরি হল বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের জেরে রবিবার নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং ১৯ অগস্ট সকালে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে।

যদিও নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না, তবু টানা ঝড়বৃষ্টি চলবে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার সতর্কতা জারি রয়েছে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস অনুযায়ী, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হবে। শনিবার-রবিবার ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনায়।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সব জেলায় ঝড়বৃষ্টি হবে। জলপাইগুড়ি ও মালদহে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার জলপাইগুড়ি, বৃহস্পতিবার কালিম্পং ও আলিপুরদুয়ার, আর শনিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। এই জেলাগুলিতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫–৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সোমবার থেকে বুধবার পর্যন্ত ওড়িশার দক্ষিণ উপকূলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।

আরও পড়ুন:

‘দ্য বেঙ্গল ফাইল’ বিতর্কে তুঙ্গে, গোপাল ‘পাঠা’র নাতির আইনি নোটিস পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের সূচি প্রকাশ, ৮ সেপ্টেম্বর শুরু পরীক্ষা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version