Homeখবররাজ্যজায়গার অভাবে ভুগছে বেলুড় শ্রমজীবী হাসপাতাল, সংলগ্ন সরকারি জমিতে প্রোমোটারের নজর

জায়গার অভাবে ভুগছে বেলুড় শ্রমজীবী হাসপাতাল, সংলগ্ন সরকারি জমিতে প্রোমোটারের নজর

প্রকাশিত

বেলুড় শ্রমজীবী হাসপাতাল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছে। জায়গার অভাবে শ্রমজীবী বহু বিভাগ খুলতে পারছে না বলে জানা গিয়েছে। এরই মধ্যে হাসপাতাল সংলগ্ন সরকারি জমিতে প্রোমোটারের নজর পড়েছে বলে অভিযোগ।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বেলুড় ইন্দো-জাপান কারখানা এবং গ্র্যান্ড স্মিথি কারখানা উঠে যাওয়ার পর আইনত ওই জমি সরকারের। ২০১০ সালে বাম সরকারের কাছে, পরে ২০১১ সালে বর্তমান সরকারের কাছে শ্রমজীবী হাসপাতাল ওই সরকারি খাস জমি তাদের দেওয়ার জন্য আবেদন করে। ওই জমিতে শ্রমজীবী একটি ৩০০ বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলবে।

অভিযোগ, ১৯৯৭ সাল থেকেই প্রোমোটার ওই জমি গ্রাস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারি ভূমি দফতরের আমলারা প্রোমোটারকে মদত দিয়ে যাচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।

এ দিকে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রাথমিক পরামর্শ সরকার যাতে একটা অংশে শ্রমজীবী হাসপাতালের সঙ্গে দীর্ঘকালীন পরিকল্পনার প্রস্তুতি নেয়। একাংশের অভিযোগ, কিন্তু ভূমি দফতর এ ব্যাপারে ইতিবাচক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং বাকি জমি প্রোমোটারের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে।

বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর-এর তরফে জানানো হয়েছে, সারা দেশে কর্পোরেটের হাতে এবং স্থানীয় স্তরে জমি মাফিয়াদের হাতে জমি তুলে দিতে এ ধরনের জনবিরোধী পরিকল্পনা নিন্দনীয়। সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক রঞ্জিত শূর একটি প্রেস বিবৃতিতে জানান, “সাধারণ মানুষের স্বার্থে সরকারি অথবা খাসজমি ব্যবহারের লক্ষ্যে অবিলম্বে বেলুড় শ্রমজীবী হাসপাতালের হাতে ওই জমি হস্তান্তরের দাবি জানাচ্ছি। বেলুড়ে এই দাবিতে গড়ে ওঠা আন্দোলনকেও এপিডিআর পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং সবাইকে এই আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানাচ্ছে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।