Homeখবররাজ্যবাসের রেষারেষি রুখতে এ বার মোবাইল অ্যাপ, বেলাগাম গতিতে ড্রাইভারের কাছে 'রেড...

বাসের রেষারেষি রুখতে এ বার মোবাইল অ্যাপ, বেলাগাম গতিতে ড্রাইভারের কাছে ‘রেড অ্যালার্ট’

প্রকাশিত

রাজপথে সরকারি ও বেসরকারি বাসের রেষারেষির ফলে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। সাধারণ মানুষকে এর খেসারত দিতে হয়। সম্প্রতি উল্টোডাঙায় এক বেসরকারি বাসের ধাক্কায় আট বছরের এক শিশুর মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে।

সূত্রের খবর, দেশের মধ্যে প্রথমবার পশ্চিমবঙ্গে বাস ও মিনিবাসের বেপরোয়া গতিতে লাগাম টানতে আসছে মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে প্রতিটি বাসের অবস্থান, গতি এবং পুরো যাত্রাপথ প্রশাসনের নজরদারিতে থাকবে।

কীভাবে কাজ করবে অ্যাপটি?

পরিবহণ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, চালকদের বাধ্যতামূলকভাবে এই মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখানে চালকের নাম, ফোন নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স নম্বর নথিভুক্ত করতে হবে। বাস যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গেই অ্যাপটি চালু থাকবে এবং নজরদারি চালাবে।

নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করলে চালকের মোবাইলে রেড অ্যালার্ট পাঠানো হবে। সতর্কতার পরেও গতি নিয়ন্ত্রণে না আনলে, বাসমালিক বা সরকারি নিগম কর্তৃপক্ষের কাছে দ্বিতীয় সতর্কতা পৌঁছাবে। তাতেও কাজ না হলে, সংশ্লিষ্ট চালকের লাইসেন্স বাতিল করা হবে।

সরকারি-বেসরকারি বাসে একই নিয়ম

পরিবহণ সচিব সৌমিত্র মোহন এবং আইজি ট্রাফিক সুকেশ জৈনের নেতৃত্বে কলকাতার ময়দানে পরিবহণ দপ্তরের একটি উচ্চপর্যায়ের বৈঠকে বাসের রেষারেষি বন্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি এবং বেসরকারি বাস মালিকদের একত্রিত করে যাত্রী সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

যৌথ উদ্যোগ

রাজ্য সরকারের তথ্য-প্রযুক্তি দপ্তর এবং পশ্চিমবঙ্গ পুলিশ যৌথভাবে এই অ্যাপ তৈরি করছে। পরিবহণ দপ্তর জানিয়েছে, দুর্ঘটনা ঘটার পর প্রায়শই দেখা যায়, স্টিয়ারিংয়ে চালকের বদলে বসে আছেন খালাসি। নতুন অ্যাপ চালুর মাধ্যমে এমন ঘটনা রোধ করা সম্ভব হবে। চালকের লাইসেন্স নথিভুক্ত করার বাধ্যবাধকতা থাকায়, দায়িত্ব এড়ানোর সুযোগ থাকবে না।

পরীক্ষামূলক প্রয়োগ শুরু

পরিবহণ দপ্তরের এক কর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ১২টি রুটে পরীক্ষামূলকভাবে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। সফল হলে রাজ্যের সব সরকারি ও বেসরকারি বাসে এটি কার্যকর হবে।

নতুন ব্যবস্থার মূল লক্ষ্য, বাসচালকদের দায়বদ্ধ করা এবং যাত্রী সুরক্ষার বলয় আরও মজবুত করা। পরিবহণ দপ্তর আশা করছে, এই পদক্ষেপ রাজ্যের রাস্তায় দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমাবে।

আরও খবর পড়ুন এখানে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।