Home খবর রাজ্য দক্ষিণবঙ্গে অতিরিক্ত বৃষ্টি, উত্তরবঙ্গে কম! জুন শেষে চমক আবহাওয়ার, জুলাইয়ে কী হবে?

দক্ষিণবঙ্গে অতিরিক্ত বৃষ্টি, উত্তরবঙ্গে কম! জুন শেষে চমক আবহাওয়ার, জুলাইয়ে কী হবে?

Rainfall

বর্ষার প্রথম মাস শেষ হতে চলল। জুনের শেষে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের দুই অঞ্চলের বৃষ্টিপাতের পরিসংখ্যানে বড় বিপরীত চিত্র উঠে এসেছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গে জুন মাসে গড় বৃষ্টিপাত হয়েছে ২৯৮ মিলিমিটার, যা স্বাভাবিকের তুলনায় ২০ শতাংশ বেশি। অন্যদিকে, উত্তরবঙ্গে গড় বৃষ্টিপাত হয়েছে ৩৪৪ মিলিমিটার, যেখানে স্বাভাবিকের তুলনায় ১৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণবঙ্গে জুনে এমন অতিবৃষ্টি আর উত্তরবঙ্গে বৃষ্টির খরা— এটা বেশ অস্বাভাবিক। সাধারণত উত্তরবঙ্গই বর্ষার শুরুতে বৃষ্টিতে এগিয়ে থাকে।

কোন জেলায় কত বৃষ্টি?

  • বাঁকুড়া-তে সর্বাধিক বৃষ্টি হয়েছে, প্রায় ৫৫৫ মিলিমিটার
  • মুর্শিদাবাদ-এ সবচেয়ে কম, মাত্র ১৪০ মিলিমিটার

উত্তরে খরা, দক্ষিণে ভিজে রাজ্য

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হলেও উত্তরবঙ্গের সমতল অঞ্চলে বৃষ্টির অভাবে গরম বাড়ছে। আগামী এক সপ্তাহেও উত্তরবঙ্গে অতিবৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বরং দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

জুলাইয়ে বড় বৃষ্টির আশঙ্কা

আবহাওয়া দফতর জানিয়েছে, জুলাই মাসে দক্ষিণবঙ্গে ফের ব্যাপক বৃষ্টি হতে পারে
বিশেষ করে জুলাইয়ের প্রথম এবং শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় এই মাসে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের নিচু এলাকা এবং নদী তীরবর্তী অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা থাকছে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টি, মেট্রো বিভ্রাট আর যানজটে নাকাল শহরবাসী

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version