বর্তমান বিশ্বে মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা আর অবসাদ এক ভয়ঙ্কর সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত হচ্ছে। মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন কোটি কোটি মানুষ। এই সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে প্রযুক্তি এখন বড় ভরসা হয়ে উঠছে। ঠিক এমন সময়ই এসেছে নতুন এক অ্যাপ— ‘Emobot’।
এই অ্যাপের অন্যতম বৈশিষ্ট্য হল— এটি স্মার্টফোনের সামনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর মুখের এক্সপ্রেশন এবং আবেগের সূক্ষ্ম পরিবর্তন পর্যবেক্ষণ করে।
Emobot অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা স্যামুয়েল লেরমান জানিয়েছেন, সারাদিন ধরে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে কাজ করে। ব্যবহারকারীর মুখভঙ্গি এবং হৃদযন্ত্রের কার্যকলাপের ওঠানামা বিশ্লেষণ করে বিশেষ এক ধরনের গ্রাফ রিপোর্ট তৈরি করে। এর মাধ্যমে চিকিৎসকরা বা সংশ্লিষ্ট ব্যক্তিরা রোগীর মানসিক অবস্থা বুঝতে পারেন।
Emobot-এর সবচেয়ে আশ্বস্তকারী দিক হলো— ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। স্যামুয়েল জানিয়েছেন, কোনো ছবি বা ভিডিও কোথাও সেভ বা আপলোড করা হয় না। সব কিছু ব্যবহারকারীর ফোনেই স্থানীয়ভাবে বিশ্লেষণ করা হয় এবং তারপর স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। ফলে প্রাইভেসির ঝুঁকি একেবারেই নেই।
এই অ্যাপ ইতিমধ্যেই ফ্রান্সে ‘মেডিক্যাল ডিভাইস’ বা চিকিৎসা যন্ত্রপাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে মানসিক রোগীদের চিকিৎসা এবং পর্যবেক্ষণে বড় ভূমিকা নিতে পারে।
বিশেষজ্ঞদের আশা, কৃত্রিম বুদ্ধিমত্তার এই নতুন ব্যবহার বিশ্বের বিভিন্ন দেশে মানসিক স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য এবং কার্যকর করে তুলবে।
আরও পড়ুন: অ্যান্ড্রয়েডে এবার চুরি ঠেকাতে গুগলের নতুন তিন সিকিউরিটি ফিচার! ফোন হাতছাড়া হলেই সঙ্গে সঙ্গে লক