Homeখবররাজ্যদুর্যোগের জেরে তিন দিন আগেই পুজোর ছুটি রাজ্যের স্কুল-কলেজে

দুর্যোগের জেরে তিন দিন আগেই পুজোর ছুটি রাজ্যের স্কুল-কলেজে

প্রকাশিত

কলকাতায় টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিন দিন আগেই শুরু হয়ে গেল রাজ্যের স্কুল-কলেজের পুজোর ছুটি। মঙ্গলবার দুপুরে শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) রাজ্যের সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর থেকেই সরকারি ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে এবার কার্যত মঙ্গলবার থেকেই রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে পুজোর ছুটি শুরু হয়ে গেল।

মুখ্যমন্ত্রীর নির্দেশ

মঙ্গলবার দুপুরে ‘নিউজ়১৮ বাংলা’-কে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সরকারকে এখনই একটি বিজ্ঞপ্তি দিতে বলছি। স্কুল-কলেজের ছুটি আজ থেকেই পড়বে। স্কুলের বাচ্চাদের আর আসতে হবে না। আশা করি শিক্ষামন্ত্রী আমার কথা শুনতে পাচ্ছেন।”

সঙ্গে তিনি সিবিএসই ও আইসিএসই বোর্ডের স্কুলগুলিকেও অন্তত দু’দিন ছুটি দেওয়ার অনুরোধ জানান।

শিক্ষামন্ত্রীর ঘোষণা

এর পরই সমাজমাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান,“২৬ সেপ্টেম্বর থেকে সরকারি ভাবে পুজোর ছুটি পড়ছে। তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে।”

তিনি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কাছে অনুরোধ করেন, এই সময়ে বাড়ি থেকেই নিত্যপ্রয়োজনীয় কাজগুলি সেরে নিতে।

বিজ্ঞপ্তির বিশেষ দিক

শিক্ষাসচিবের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাত এবং আগামী দু’দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাহাড়ি এলাকার স্কুলগুলিকে এর বাইরে রাখা হয়েছে।

মঙ্গলবারই অনেক স্কুলে পঠনপাঠন বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবারই শহরের বহু স্কুলে পঠনপাঠন বন্ধ ছিল। কার্যত মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পুজোর ছুটি শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: রাতভর রেকর্ড বৃষ্টিতে অচল কলকাতা! ৭ জনের মৃত্যু, জলমগ্ন হাসপাতাল থেকে রেললাইন, কী বলছে হাওয়া অফিস?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

পুজোর আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সস্তা হচ্ছে স্মার্ট কার্ড, বৈধতা এক বছরের বদলে হবে ১০ বছর। জেনে নিন নতুন নিয়ম।

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।

পূর্ব ভারতে পদার্পণ, কলকাতায় আঞ্চলিক দফতর খুলল গ্যালাক্সি হেলথ ইন্স্যুরেন্স

গ্যালাক্সি হেলথ ইন্স্যুরেন্স এবার পূর্ব ভারতের বাজারে। কলকাতায় আঞ্চলিক দফতর চালু করে ২০২৬ সালের মধ্যে ৫ হাজার গ্রাহক ও ১ হাজার এজেন্ট গড়ার লক্ষ্য।

সুদূর মেলবোর্নে দেবীপক্ষের নবযুগ! দুর্গাপুজোয় পৌরহিত্য করবেন মহিলা পুরোহিত

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এবছর দুর্গাপুজোয় অভাবনীয় ঘটনা। শতাব্দী প্রাচীন রীতি ভেঙে প্রথমবার পৌরহিত্য করবেন এক মহিলা পুরোহিত, ডক্টর মধুমতী চট্টোপাধ্যায়।

আরও পড়ুন

টানা বৃষ্টির পর রোদ উঠল কলকাতায়, তবে বৃষ্টির সতর্কতা থাকছেই

কলকাতায় টানা বৃষ্টির পর বুধবার সকালে রোদ দেখা গেলেও আবহাওয়া দফতর জানিয়েছে, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তাল হতে পারে সমুদ্র

পুজো ঘনিয়ে আসতেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ২৫ সেপ্টেম্বর থেকে উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গে বৃষ্টি কমছে।