কলকাতায় টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিন দিন আগেই শুরু হয়ে গেল রাজ্যের স্কুল-কলেজের পুজোর ছুটি। মঙ্গলবার দুপুরে শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) রাজ্যের সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর থেকেই সরকারি ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে এবার কার্যত মঙ্গলবার থেকেই রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে পুজোর ছুটি শুরু হয়ে গেল।
মুখ্যমন্ত্রীর নির্দেশ
মঙ্গলবার দুপুরে ‘নিউজ়১৮ বাংলা’-কে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সরকারকে এখনই একটি বিজ্ঞপ্তি দিতে বলছি। স্কুল-কলেজের ছুটি আজ থেকেই পড়বে। স্কুলের বাচ্চাদের আর আসতে হবে না। আশা করি শিক্ষামন্ত্রী আমার কথা শুনতে পাচ্ছেন।”
সঙ্গে তিনি সিবিএসই ও আইসিএসই বোর্ডের স্কুলগুলিকেও অন্তত দু’দিন ছুটি দেওয়ার অনুরোধ জানান।
শিক্ষামন্ত্রীর ঘোষণা
এর পরই সমাজমাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান,“২৬ সেপ্টেম্বর থেকে সরকারি ভাবে পুজোর ছুটি পড়ছে। তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে।”
তিনি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কাছে অনুরোধ করেন, এই সময়ে বাড়ি থেকেই নিত্যপ্রয়োজনীয় কাজগুলি সেরে নিতে।
বিজ্ঞপ্তির বিশেষ দিক
শিক্ষাসচিবের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাত এবং আগামী দু’দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাহাড়ি এলাকার স্কুলগুলিকে এর বাইরে রাখা হয়েছে।
মঙ্গলবারই অনেক স্কুলে পঠনপাঠন বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবারই শহরের বহু স্কুলে পঠনপাঠন বন্ধ ছিল। কার্যত মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পুজোর ছুটি শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: রাতভর রেকর্ড বৃষ্টিতে অচল কলকাতা! ৭ জনের মৃত্যু, জলমগ্ন হাসপাতাল থেকে রেললাইন, কী বলছে হাওয়া অফিস?