ক’দিন টানা মেঘলা আকাশ আর বৃষ্টির পর এ দিন সকালটা যেন অন্য রকম। সূর্যের ঝলকানি দেখে স্বস্তি পেলেন রাজ্যবাসী। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, এ স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ফের ভিজিয়ে দেবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গকে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি আরও শক্তি সঞ্চয় করে সুপষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। ওড়িশা উপকূল ঘেঁষে সেটি পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিম দিকে এগোবে।
দক্ষিণবঙ্গ: কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মেদিনীপুর, বাঁকুড়া-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত একই আবহাওয়া চলবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গ: কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আজ ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কোচবিহারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তার সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভিজে আবহাওয়াই চলবে।
সমুদ্র সতর্কতা: নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অতএব, রোদের ফাঁক গলিয়ে বৃষ্টি ফের হাজির হতে চলেছে রাজ্যে। শহর থেকে পাহাড়—দুই বাংলাতেই ছাতা-রেইনকোট হাতের কাছে রাখাই বুদ্ধিমানের কাজ।
এই খবরটি পড়তে পারেন: হোয়াটসঅ্যাপে চ্যাট লক ও আনলক করার সহজ উপায়, জেনে নিন ধাপে ধাপে