হাওড়ার মেয়ে, বয়স মাত্র ১৭। অথচ আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে তিন-তিনটি বিশ্বরেকর্ড করে তাক লাগিয়ে দিলেন বঙ্গকন্যা কোয়েল বর। মঙ্গলবার অহমদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করে সোনার পদক জিতেছে কোয়েল।
৫৩ কেজি বিভাগে যুব প্রতিযোগিতায় মোট ১৯২ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড করে ফেলেন তিনি। এর আগে বিশ্বরেকর্ড ছিল ১৮৮ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে ১০৭ কেজি ওজন তুলে কোয়েল নতুন মাইলফলক স্পর্শ করেন। এই বিভাগে বিশ্বরেকর্ড ছিল ১০৫ কেজি। অন্যদিকে, স্ন্যাচ বিভাগে ৮৫ কেজি তুলেও বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেন হাওড়ার এই মেয়ে।
শুধু যুব নয়, জুনিয়র বিভাগেও সোনা জেতেন কোয়েল। ফলে একসঙ্গে জোড়া সোনা এবং রেকর্ডের হ্যাটট্রিক—সবই এল তাঁর ঝুলিতে।
তবে সাফল্যের পরেও নির্বিকার কোয়েল। তাঁর কথায়, “বিশ্বরেকর্ড করাই আমার লক্ষ্য ছিল। অনুশীলনে ১০৭-১০৮ কেজি ওজন আমি নিয়মিত তুলেছি। ফলে রেকর্ড হবে এটা জানতামই। ১০৯ কেজি তুলতে পারতাম, কিন্তু অল্পের জন্য হয়নি।”
কোয়েলের এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর অনুশীলন এবং পারিবারিক প্রেরণা। তিনি জানান, ২০১৮ সালে বাবাকে দেখে ভারোত্তোলন শুরু করেছিলেন। বাবা নিয়মিত জিমে যেতেন। আর ভারতীয় দলের প্রধান কোচ বিজয় শর্মার কাছে প্রশিক্ষণ নিয়ে গত দু’বছরে তাঁর পারফরম্যান্সে নজরকাড়া উন্নতি হয়।
17 year old Weightlifter Koyel Bar creates history! 🔥
— Rahul Trehan (@imrahultrehan) August 26, 2025
She lifts 192kg (85+107) to win double gold in Women’s 53kg Youth & Junior in the Commonwealth Weightlifting Championship, setting NEW Youth World Records in Clean & Jerk & Total 🇮🇳👏 pic.twitter.com/LwCxsJBdAJ
প্রশিক্ষক বিজয় শর্মা বলেন, “কোয়েলকে প্রথম থেকেই শারীরিক ভাবে শক্তিশালী মনে হয়েছে। টেকনিকের উপর জোর দিয়েছিলাম। অলিম্পিক্স গোল্ড কোয়েস্টও সাহায্য করেছে। ভবিষ্যতে অলিম্পিক্সে পদক জেতার মতো ক্ষমতা ওর আছে।”
হাওড়ার এক মুরগির মাংস বিক্রেতার মেয়ে কোয়েল এখন জাতীয় গর্ব। অদম্য ইচ্ছাশক্তি আর অক্লান্ত পরিশ্রমে নতুন অধ্যায় লিখে ফেলল বাংলার মেয়ে।