Homeখবররাজ্যদক্ষিণে রোদ, উত্তরে হালকা কুয়াশা! আপাতত বৃষ্টি নেই, মনোরম হাওয়ায় স্বস্তি বঙ্গবাসীর

দক্ষিণে রোদ, উত্তরে হালকা কুয়াশা! আপাতত বৃষ্টি নেই, মনোরম হাওয়ায় স্বস্তি বঙ্গবাসীর

প্রকাশিত

বঙ্গের আকাশে আপাতত কোনও বৃষ্টি নেই। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। উত্তুরে হাওয়ার প্রভাবে দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হলেও রাত নামলেই বইবে শীতল হাওয়া, ফলে তৈরি হবে এক মনোরম পরিবেশ।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে, দুপুরে কিছুটা গরম লাগলেও বিকেলের পর থেকে তাপমাত্রা নামবে ধীরে ধীরে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে, উত্তরবঙ্গের সমতল এলাকায় সকালবেলায় হালকা কুয়াশা দেখা যাবে। দিনভর আকাশ পরিষ্কার থাকলেও পাহাড়ি এলাকায় বিকেলের দিকে কিছুটা মেঘের আনাগোনা দেখা যেতে পারে। তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই — কেবল কোথাও কোথাও হালকা দু-তিন ফোঁটা বৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দফতর।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে আপাতত বড় কোনও আবহাওাগত সতর্কতা নেই। ফলে পর্যটকদের জন্য এখন পাহাড় সফরের উপযুক্ত সময়, বলেই মনে করছে প্রশাসন।আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি না থাকলেও উত্তুরে হাওয়া আরও সক্রিয় হলে রাতের তাপমাত্রা সামান্য নামতে পারে, যা আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে ‘হেমন্তের পরশ’ আরও স্পষ্ট করে তুলবে।

আরও পড়ুন: ধসে বিপর্যস্ত! মেরামতির জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক, কত দিন জেনে নিন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ধসে বিপর্যস্ত! মেরামতির জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক, কত দিন জেনে নিন

দার্জিলিং ও কালিম্পংয়ে ভয়াবহ ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত। ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত রাস্তায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা। বিকল্প পথে পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করছে প্রশাসন।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।

আরও পড়ুন

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

দুর্গাপুর গণধর্ষণ নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর বার্তা মমতাকে, পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের

দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কড়া পদক্ষেপের আবেদন ওড়িশার মুখ্যমন্ত্রীর। পাল্টা তৃণমূল বলল— বিজেপি এক বছরেও অপরাজিতা বিল পাশ করেনি, নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।

আগামী দু-তিন দিনের মধ্যেই বর্ষা বিদায় শুরু, বৃষ্টি কি আর হবে?

এখনও রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে, উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে।