বঙ্গে এখন হেমন্ত। ভোরবেলা কুয়াশায় ঢাকা আকাশ, মাঠে জমে থাকা শিশির, আর সকালের মিষ্টি রোদ — প্রকৃতি যেন জানিয়ে দিচ্ছে, শীত আসছে!
রবিবার আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। দমদমে ১৯.৪ ডিগ্রি, দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায়ও তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে।
শ্রীনিকেতন, বাঁকুড়া ও পুরুলিয়ায় রাতের তাপমাত্রা যথাক্রমে ১৪.৫, ১৪.৯ এবং ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আলিপুর হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সকাল-সন্ধ্যায় শীতের ছোঁয়া স্পষ্ট।
উত্তরবঙ্গেও সেই আমেজ ছড়িয়ে পড়েছে। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা রাজ্যের মধ্যে সবচেয়ে কম। বালুরঘাটে দিনের তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে এসেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার তেমন হেরফেরও হবে না। কলকাতায় আগামী দিনগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৯ ডিগ্রি, আর সর্বনিম্ন প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আকাশ থাকবে পরিষ্কার ও কুয়াশাচ্ছন্ন ভোরের মিশ্রণে। ফলে সকালে ঠান্ডার অনুভূতি আরও বাড়বে।
আবহাওয়া দফতরের এক আধিকারিক বলেন, “এই সময়টায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান বাড়ছে। নভেম্বরের মাঝামাঝি থেকেই রাজ্যে শীত আরও জোরালোভাবে প্রবেশ করবে।”


