বিগত বেশ কিছুদিনের বৃষ্টির পর অবশেষে দক্ষিণবঙ্গবাসীর মুখে হাসি। আজ, ১৭ জুলাই সকালে দেখা মিলেছে রোদের, আকাশ ছিল পরিষ্কার নীল। বিদায় নিয়েছে বর্তমানের নিম্নচাপ, যার প্রভাবে একটানা কয়েকদিন বৃষ্টি হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ এবং আগামীকাল অর্থাৎ ১৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং বেশিরভাগ জায়গায় রোদের দেখা পাওয়া যাবে বলে পূর্বাভাস। তবে ১৯ এবং ২০ জুলাই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু অংশে।
তবে মোটের উপর ১৭ থেকে ২২ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে বলে জানা যাচ্ছে। এই সময়টায় কৃষিকাজ, নির্মাণ এবং শহুরে জীবনযাত্রা স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।
এদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি একেবারেই ভিন্ন। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের পাহাড়ি ও ডুয়ার্স অঞ্চলে মরশুমের প্রথম অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলাগুলির জন্য জারি হয়েছে সতর্কতা। নদীভাঙন ও ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
জুলাইয়ের শেষে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি
আবহাওয়াবিদদের মতে, জুলাই মাসের শেষ সপ্তাহে ফের একবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। ২৩ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে, যা ভিয়েতনাম ও মায়ানমার হয়ে ভারতের পূর্ব উপকূলের দিকে এগোবে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ফের এক দফা অতিবৃষ্টি হতে পারে বলেই মনে করা হচ্ছে।
তাই আপাতত স্বস্তি মিললেও, বর্ষা এখনও শেষ হয়নি—সেই বার্তাই দিচ্ছে আবহাওয়ার সাম্প্রতিক আপডেট।
আরও পড়ুন: মনরেগায় দুর্নীতি ঠেকাতে ব্যর্থ অ্যাপ ব্যবস্থা, ছবি যাচাইয়ের দায় পঞ্চায়েতের ঘাড়েই চাপল কেন্দ্র