Homeখবররাজ্যবিপদের মেঘ কেটেছে, তবে এখনও বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর ও দক্ষিণে

বিপদের মেঘ কেটেছে, তবে এখনও বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর ও দক্ষিণে

দুর্যোগের আশঙ্কা কেটে গেলেও রাজ্যের আকাশ পুরোপুরি পরিষ্কার নয়। উত্তর ও দক্ষিণবঙ্গে এখনও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও জারি রয়েছে হলুদ সতর্কতা।

প্রকাশিত

দুর্যোগের আশঙ্কা আপাতত কেটে গিয়েছে বাংলায়। তবে এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার রাজ্যের বেশিরভাগ জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকলেও, ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে। তবে সর্বত্র বৃষ্টি হবে না।

পুজোর সময় দক্ষিণবঙ্গ জুড়ে যে ভারী বৃষ্টিতে বিপর্যয় হয়েছিল, তা এখন অতীত। অন্যদিকে, পুজো কেটেছে বৃষ্টিতে ভেসে উত্তরবঙ্গে, যেখানে এখনও পাহাড়ের বিভিন্ন অঞ্চলে ধসের ক্ষতচিহ্ন স্পষ্ট।

বর্তমানে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির আকাশ আংশিক মেঘলা। তবে মাঝে মাঝে সূর্যের দেখা মিলছে, যা পর্যটকদের কাছে আশার ইঙ্গিত। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, আগামী ২৪ ঘণ্টায় নতুন করে আবহাওয়ার অবনতি হওয়ার কোনও সম্ভাবনা নেই।

তবে উত্তরবঙ্গের তিন জেলা—দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার পর্যন্তও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গেও পরিস্থিতি একই রকম। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা বিদায়ের প্রক্রিয়া কিছুদিন থেমে থাকলেও এখন আবার তা শুরু হচ্ছে। পশ্চিম ভারতের রাজস্থান, পাঞ্জাব হয়ে মধ্যপ্রদেশে বর্ষা বিদায় নেবে পরবর্তী কয়েক দিনের মধ্যেই। এর পরের ধাপেই বর্ষা বিদায় নেবে পশ্চিমবঙ্গ থেকেও। তবে সেই সময় পর্যন্ত রাজ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে।

এদিকে, বৃহস্পতিবারও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জন্য সতর্কতা বজায় থাকবে।

আবহাওয়াবিদদের মতে, “বর্ষা বিদায়ের আগের বিক্ষিপ্ত বৃষ্টি স্বাভাবিক প্রক্রিয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এই সময়ের মধ্যে স্থানীয় নিম্নচাপ তৈরি হলে কোথাও কোথাও সামান্য প্রভাব পড়তে পারে।”সব মিলিয়ে, বিপদের মেঘ আপাতত কেটে গেলেও রাজ্যজুড়ে এখনও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন: দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দার্জিলিংয়! খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, সেতু মেরামত শুরু সেনার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

আরও পড়ুন

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।