Homeরাজ্যবীরভূমবীরভূমে তৈরি হল দেশের দ্বিতীয় বেলুন উৎক্ষেপণ কেন্দ্র, বিজ্ঞান গবেষণায় নতুন দিগন্ত

বীরভূমে তৈরি হল দেশের দ্বিতীয় বেলুন উৎক্ষেপণ কেন্দ্র, বিজ্ঞান গবেষণায় নতুন দিগন্ত

প্রকাশিত

হায়দরাবাদের পর এ বার পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় দেশের দ্বিতীয় বেলুন উৎক্ষেপণ কেন্দ্র তৈরি হল৷ সিউড়ি থেকে ১৮ কিলোমিটার দূরে চন্দ্রপুর গ্রামে দেশের দ্বিতীয় বেলুন উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করেছে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স। ছ’ দশক আগে হায়দরাবাদে গড়ে উঠেছিল দেশের প্রথম বেলুন উৎক্ষেপণ কেন্দ্র। এর পর দীর্ঘ ৬৩ বছর পর বীরভূমের চন্দ্রপুর গ্রামে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার উদ্যোগে তৈরি হল দেশের দ্বিতীয় বেলুন উৎক্ষেপণ কেন্দ্র।

প্রথম দিনই একটি বেলুন উৎক্ষেপণ করা হয় কেন্দ্রটি থেকে৷ মাটি থেকে প্রায় ১০০ ফুট ব্যাসের একটি বেলুন উৎক্ষেপণ করা হয়৷ কমপক্ষে ৪০ কিলোমিটার উঁচুতে ওঠার পর সক্রিয় হয় বেলুনটি৷ খুলে যায় বেলুনের ‘পেলোড’৷ বিজ্ঞানীদের আশা, মহাকাশ থেকে অতি সহজে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে গবেষকদের নতুন দিশা দেখাবে এই বিশেষ বেলুন উৎক্ষেপণ কেন্দ্র৷

কী এই বেলুন? কী ভাবে কাজ করে এই বিশেষ রকমের বেলুন?

সাত মাইক্রনের পলিথিন দিয়ে তৈরি ন’ কেজি ওজনের এই বেলুনে রয়েছে অত্যাধুনিক নানা যন্ত্রাংশ৷ একে ‘হাই অল্টিটিউড বেলুন’ও বলা হয়৷ হাইড্রোজেন গ্যাস ভরে এই বেলুন উৎক্ষেপণ করা হয়৷ বায়ুমণ্ডলের ওজোন স্তরের দিকে উঠে যায় এই বেলুন৷ মাটি থেকে কমপক্ষে ৪০ কিলোমিটার উপরে ওঠার পর বেলুনের ‘পেলোড’ খুলে যায়৷ বায়ুমণ্ডলে কী ধরনের গ্যাস রয়েছে, সূর্যরশ্মি কোন উচ্চতায় কতটা সক্রিয়, মহাজাগতিক কোনও কণা রয়েছে কি না, এ সব প্রশ্নের উত্তর খুঁজে দেয় এই বেলুন৷ একইসঙ্গে, আবহাওয়া সংক্রান্ত নানা তথ্যও সংগ্রহ করে এই বিশেষ রকমের বেলুন৷

১৯৬১ সালে হায়দরাবাদে হোমি জাহাঙ্গির ভাবার উদ্যোগে দেশে প্রথম বেলুন উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করা হয়৷ এই কেন্দ্রকে ‘বেলুন ফেসিলিটি’ বলা হয়৷ ৬৩ বছর পর দেশের দ্বিতীয় বেলুন উৎক্ষেপণ কেন্দ্র চালু হল বাংলায়৷ রাঢ়বঙ্গের জেলা বীরভূমের চন্দ্রপুর গ্রামে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের (ICSP)-এর উদ্যোগে ‘হাই অল্টিটিউড বেলুন ফেসিলিটি’ তৈরি করা হল৷ সিউড়ি থেকে ১৮ কিলোমিটার দূরে এই স্থান দিয়ে বিমান চলাচল না-করায়, এলাকাটিকে বেলুন উৎক্ষেপণ কেন্দ্রের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের (আইসিএসপি)-এর অধিকর্তা সন্দীপ চক্রবর্তী।

মহাকাশ বিজ্ঞানী সন্দীপবাবু আরও জানান, মহাকাশ থেকে অতি সহজে তথ্য সংগ্রহ করতে এই বেলুনের গুরুত্ব অপরিসীম৷ ভবিষ্যতে এমন গবেষণাকেন্দ্র বাংলার বিজ্ঞানীদের নতুন দিশা দেখাবে৷ এই কেন্দ্র থেকে ২০ থেকে ১০০ ফুট ব্যাসার্ধের বেলুন উৎক্ষেপণ করা হবে।

সন্দীপবাবু জানান, এর মধ্যেই এই সংস্থা ১১৪ বার বেলুন উৎক্ষেপণ করেছে৷ তবে সংস্থার স্থায়ী ও নিজস্ব কোনও বেলুন উৎক্ষেপণকেন্দ্র ছিল না৷ এ বার সেই সমস্যার সমাধান হল৷ এই স্থান থেকে বাংলাদেশ সীমান্ত দূরে। ফলে বেলুনের তথ্য নিয়ে ফিরে আসার ক্ষেত্রে সুবিধা রয়েছে৷ এ ছাড়া নদীও নেই আশেপাশে। এই সকল বিষয় দেখেই বীরভূমের চন্দ্রপুরের ফাঁকা জায়গাটি গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছে। আগামী দিনে এখানে পড়ুয়ারা এসে মহাকাশ গবেষণা করতে পারবেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

ভিনরাজ্যে ‘অত্যাচারিত’ পরিযায়ীদের বাংলায় ফেরার আহ্বান মমতার, তৈরি হচ্ছে বিশেষ প্রকল্প

ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে বাংলায় ফিরে আসার আহ্বান মুখ্যমন্ত্রী মমতার। রাজ্যে ফিরলে রেশন, স্বাস্থ্যসাথী, স্কুলে ভর্তি–সব নিশ্চিত করবে সরকার।

‘ঘুমানোর ব্যাগ বেঁধে রাখতে হয়’, মহাকাশে থাকা অভিজ্ঞতা জানালেন শুভাংশু শুক্ল

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ভারতের প্রথম মহাকাশচারী শুভাংশু শুক্ল কথা বললেন ছাত্রছাত্রীদের সঙ্গে। জানালেন মহাকাশে খাবার, ঘুম ও মানসিক চাপ সামলানোর অভিজ্ঞতা।