চার বছর পর আবারও পূর্বপল্লির মাঠে ফিরছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। শেষবার এই মাঠে মেলা হয়েছিল ২০১৯ সালে। দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত মেলা ২০২০ সালে অতিমারির কারণে বন্ধ ছিল, এবং ২০২১ ও ২০২২ সালে বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আপত্তিতে পূর্বপল্লিতে মেলা আয়োজিত হয়নি। এর জেরে প্রতিবাদ ও বিতর্ক দেখা দিয়েছিল। ওই সময় বোলপুর পুরসভা ও বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বিকল্প পৌষমেলার আয়োজন করা হয়েছিল।
চলতি বছরে শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে পূর্বপল্লিতে মেলার আয়োজন করা হচ্ছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আয়োজনে সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিশ ঘোষ।
১৮৯৪ সালে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভুবনডাঙার মাঠে প্রথম পৌষমেলার সূচনা হয়েছিল। পরে ১৯৬১ সালে মেলা স্থানান্তরিত হয় পূর্বপল্লির মাঠে। ধারাবাহিক ভাবে মেলা চললেও, মহামারির কারণে ২০২০ সালে বন্ধ ছিল। ২০২৩ সালে রাজ্য সরকারের দায়িত্বে আয়োজিত মেলা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।
এই বছর শান্তিনিকেতন ট্রাস্টই মূল আয়োজক হিসেবে থাকবে, এবং সহযোগিতায় থাকবে বিশ্বভারতী। রাজ্য সরকারের কাছে জল, বিদ্যুৎ, নিকাশি ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সহযোগিতা চাওয়া হবে। চুক্তি অনুযায়ী, ৭ পৌষে মেলার সূচনা হবে আগের মতোই।
আরও খবর পড়তে এখানে ক্লিক করুন